তবে এই সম্পর্ককে অস্বীকার করেন শ্রিয়া। নায়িকা বলেন, শ্রীসন্থ এবং তিনি একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন। সেই সূত্রেই আলাপ। একটি পার্টিতে মাত্র ৫ মিনিটের জন্য কথা বলেছিলেন। শ্রিয়ার দাবি, তার থেকে আলাপ বেশি দূর এগোয়নি। তবে শ্রিয়া এ কথাও জানিয়েছিলেন, কেরলের ক্রিকেটারের সঙ্গে কথা বলে তাঁর ভাল লেগেছিল।
এই গুঞ্জনও অস্বীকার করেছিলেন শ্রীসন্থ। তবে একইসঙ্গে এও জানিয়েছিলেন তিনি রাই লক্ষ্মীর ছবির সেটে গিয়েছিলেন। তার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা রকম খবর ছড়িয়ে পড়তে থাকে। শ্রীসন্থের দাবি, বেঙ্গালুরুর মতো আধুনিক শহরে বড় হয়েছেন তিনি। ফলে তাঁর তিনি নিজেও মুক্তমনা। কিন্তু নায়িকাদের মানে ঘনিষ্ঠ বন্ধুত্ব মানেই তাঁর কাছে বিশেষ সম্পর্ক নয়।
তার পর শ্রীসন্থ-সুরভিন গুঞ্জন ছড়িয়ে পড়তে সময় লাগেনি। ম্যাচ গড়াপেটায় শ্রীসন্থ জড়িয়ে পড়ার পরে সুরভিন তাঁর বার্তা পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ম্যাচ গড়াপেটার নিন্দা করে সুরভিন বলেন, শ্রীসন্থ তাঁর বন্ধু ঠিকই। কিন্তু সে সময় তাঁদের যোগাযোগ ছিল না। তবে শ্রীসন্থের জন্য কেরলে ক্রিকেট জনপ্রিয় হয়েছে, সে কথাও দাবি করেন সুরভিন।
জীবনের কঠিন সময়ে, ২০১৩ সালেই ভুবনেশ্বর কুমারীর সঙ্গে রাজকীয় অনুষ্ঠানে বিয়ে হয় শ্রীসন্থের। রাজকন্যা ভুবনেশ্বরী পেশায় এক জন জুয়েলারি ডিজাইনার। তাঁর পরিবার শ্রীসন্থ পরিবারের পূর্ব পরিচিত। শ্রীসন্থ জানান, তাঁদের বিয়ে অভিভাবকদের ঠিক করে দেওয়া। তিনি ছোটবেলা থেকেই চিনতেন ভুবনেশ্বরীকে। তবে প্রেমের অনুভূতি এসেছে অনেক পরে, ২০১২ সালে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy