Advertisement
২২ নভেম্বর ২০২৪
Rohit Sharma

টেস্টে অনন্য রেকর্ড! এ বার ব্র্যাডম্যানকেও পিছনে ফেললেন রোহিত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেই প্রথমবার টেস্টৈ ওপেন করতে দেখা গেল রোহিতকে। এর আগে মিডল অর্ডারে ব্যাট করতেন তিনি। কিন্তু নিজের জায়গা সেখানে পাকা করতে পারেননি।

ঘরের মাঠে ব্র্যাডম্যানের থেকেও গড় ভাল রোহিতের।

ঘরের মাঠে ব্র্যাডম্যানের থেকেও গড় ভাল রোহিতের।

সংবাদ সংস্থা
রাঁচী শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৯ ১০:৫২
Share: Save:

টেস্টে ওপেনার হিসেবে সব প্রত্যাশা ছাপিয়ে গিয়েছেন রোহিত শর্মা। চার ইনিংসে দুই সেঞ্চুরি, একটি ডাবল সেঞ্চুরি। রাঁচীতে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন ২১২ করেছেন তিনি। যা চলতি টেস্টে চালকের আসনে বসিয়েছে টিম ইন্ডিয়াকে।

একইসঙ্গে ঘরের মাঠে টেস্টে ১০টার বেশি ইনিংস খেলার ভিত্তিতে গড়েছেন অনন্য এক রেকর্ড। সদ্য ২১২ রানের সুবাদে দেশের মাঠে টেস্টে রোহিতের গড় এখন ৯৯.৮৪। বিশ্বের তাবড় সব ব্যাটসম্যান তো বটেই, যা এমনকি ডন ব্র্যাডম্যানের চেয়েও বেশি। ঘরের মাঠে কিংবদন্তি অজির গড় ৯৮.২২। রোহিত টপকে গিয়েছেন তাঁকেও। যা বিরল কৃতিত্ব।

ঘরের মাঠে টেস্টে রোহিত খেলেছেন ১৮ ইনিংস। তাতে করেছেন ১,২৯৮ রান। এর মধ্যে রয়েছে ছয়টি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরি। শেষ নয় ইনিংসে রোহিতের ব্যাটে এসেছে অপরাজিত ৮২, অপরাজিত ৫১, অপরাজিত ১০২, ৬৫, অপরাজিত ৫০, ১৭৬, ১২৭, ১৪ ও ২১২। সার্বিক ভাবে ৩০ টেস্টে ২,০১৯ করেছেন রোহিত। গড় রীতিমতো ভাল, ৪৬.৯৫। তবে ৩২ বছর বয়সির ঘরের মাঠে গড় এর দ্বিগুণেরও বেশি!

আরও পড়ুন: রাঁচীতে ডাবল সেঞ্চুরি করলেন রোহিত, ভাঙলেন এই সব রেকর্ডও

আরও পড়ুন: ছয় মেরে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি, বীরুর জন্মদিনে নতুন সহবাগ হয়তো পেয়ে গেল ভারত​

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেই প্রথমবার টেস্টৈ ওপেন করতে দেখা গেল রোহিতকে। এর আগে মিডল অর্ডারে ব্যাট করতেন তিনি। কিন্তু নিজের জায়গা সেখানে পাকা করতে পারেননি। অজিঙ্ক রাহানে, হনুমা বিহারীর উপস্থিতিতে মিডল অর্ডারে জায়গাও মিলছিল না। অন্যদিকে ওপেনিংয়ে লোকেশ রাহুলের ধারাবাহিক ব্যর্থতা রোহিতের সম্ভাবনা জাগিয়ে তোলে ওপেনার হিসেবে। আর টেস্টে ওপেন করতে নেমে পয়লা ইনিংসেই বাজিমাত করেন হিটম্যান। এখনও পর্যন্ত ধারাবাহিক থেকেছেন তিনি। চলতি সিরিজে ৫২৯ রান করে ফেলেছেন এখনও পর্যন্ত। সেই কারণে ঘরের মাঠে গড়ে টপকে গিয়েছেন ব্র্যাডম্যানকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy