Advertisement
০৩ নভেম্বর ২০২৪
roger federer

কাতার ওপেন থেকে ছিটকে দুবাই থেকে নাম তুলে নিলেন রজার ফেডেরার

কয়েক দিন আগেই দুবাই ওপেন থেকে সরে দাঁড়িয়েছিলেন রাফায়েল নাদাল।

উইম্বলডন ও টোকিয়ো অলিম্পিক্সকে পাখির চোখ করছেন ফেডেরার।

উইম্বলডন ও টোকিয়ো অলিম্পিক্সকে পাখির চোখ করছেন ফেডেরার। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ মার্চ ২০২১ ১১:৫৫
Share: Save:

করোনা পরিস্থিতির প্রায় এক বছর পর কোর্টে নেমেছিলেন। কিন্তু কাতার ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যেতেই এ বার দুবাই ওপেন থেকে নিজেকে সরিয়ে নিলেন রজার ফেডেরার। কয়েক দিন আগেই দুবাই ওপেন থেকে সরে দাঁড়িয়েছিলেন রাফায়েল নাদাল

গত বছর হাঁটুতে দুবার অস্ত্রোপচার হয়েছিল। এর ৪০৫ দিন পর আবার ফিরে আসেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেডেরার। কাতার ওপেনে কোর্টে ফিরেই ৬-৪, ১-৬, ৬-২ গেমে ডান ইভান্সকে হারিয়ে দেন ফেডেরার। কিন্তু কোয়ার্টার ফাইনালে নিকোলোজ বাসিলাভিলির কাছে ৩-৬, ৬-১, ৭-৫ ব্যবধানে হেরে গেলেন। তার পরেই কাতার ওপেন থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করলেন রজার।

ম্যাচ হেরে ফেডেরার বলেন, “চোট সারিয়ে ফিরে এসে কাতার ওপেনে অংশ নিয়ে দারুণ অনুভূতি হচ্ছে। তবে এই মুহূর্তে কোনও প্রতিযোগিতায় খেলতে নামছি না। তাই দুবাই ওপেন খেলব না। বরং সেই সময়টা অনুশীলনে ডুবিয়ে রাখতে চাই।”

তবে শুধু দুবাই ওপেন নয়, আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলা মিয়ামি ওপেন থেকেও সরে দাঁড়ালেন এই তারকা। ৩৯ বছরের রজার ফেডেরার এর আগে অস্ট্রেলিয়া ওপেনেও কোর্টে নামেন নি। ফলে বেশ বোঝা যাচ্ছে যে আসন্ন উইম্বলডন ও টোকিয়ো অলিম্পিক্সকে পাখির চোখ করছেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেডেরার।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE