রজার ফেডেরার। ছবি টুইটার
আসন্ন ফ্রেঞ্চ ওপেনে খেলতে চলেছেন রজার ফেডেরার। সুইস টেনিস খেলোয়াড় রবিবার একথা ঘোষণা করেছেন। হাঁটুর চোটের কারণে গত বছরের প্রতিযোগিতায় দেখা যায়নি তাঁকে। করোনার কারণে নির্ধারিত সময়ের থেকে অনেকটাই পিছিয়ে হয়েছিল ফ্রেঞ্চ ওপেন।
রবিবার ফেডেরার টুইটারে লিখেছেন, “জেনিভা এবং প্যারিসে খেলতে পারব এটা ভেবে আমি খুশি। ততদিন পর্যন্ত যাবতীয় সময় দেব প্রস্তুতিতেই। সুইৎজারল্যান্ডের ফের খেলার জন্য তর সইছে না।”
২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেডেরার এখনও পর্যন্ত মাত্র একবারই ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। ২০১৯-এ শেষ বার খেলেছিলেন। সেমিফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে যান। নাদালও ২০ বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, যার মধ্যে শুধু ফ্রেঞ্চ ওপেনই রয়েছে ১২ বার। জুনের প্রতিযোগিতায় যদি তিনি জেতেন, তাহলে টপকে যাবেন ফেডেরারকে। তখন ২১টি গ্র্যান্ড স্ল্যাম হবে তাঁর।
Hi everyone!
— Roger Federer (@rogerfederer) April 18, 2021
Happy to let you know that I will play Geneva and Paris . Until then I will use the time to train. Can’t wait to play in Switzerland again. ❤️🚀
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy