হেরে শেষ বারের মতো কোর্ট ছাড়লেন ফেডেরার। ছবি: রয়টার্স
টাইব্রেকারে দ্বিতীয় সেট জিতে নিলেন টিয়াফোরা।
ফেডেরাররা এগিয়ে গেলেন দ্বিতীয় সেটে।
কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়ছেন না। প্রতিটি পয়েন্টের জন্য লড়াই হচ্ছে।
টিয়াফোর সার্ভিস ভেঙে দিলেন তাঁরা। একই বল পর পর দু’বার মারায় পয়েন্ট খোয়ালেন টিয়াফো।
জ্যাক সক নিজের সার্ভিস ধরে রাখলেন।
ফেডেরার-নাদাল জুটির মধ্যে বেশি আক্রমণাত্মক দেখাচ্ছে নাদালকে। যত সময় গড়াচ্ছে ভয়ঙ্কর হচ্ছেন তিনি।
নিজের সার্ভিস ধরে রেখে দ্বিতীয় সেটে এগিয়ে গেলেন ফেডেরার।
একসঙ্গে রজার ফেডেরারের সংস্থার ১১টি টি-শার্ট পরে এসেছিলেন এক ভক্ত। একে একে ১০টি খুলে ফেললেন তিনি।
Shirts off for Fedal. #LaverCup | @usopen | @cameroncheers pic.twitter.com/D8NGhBiP7E
— Laver Cup (@LaverCup) September 23, 2022
টিয়াফোর সার্ভিস ভেঙে প্রথম সেট ৬-৪ জিতলেন ফেডেরাররা।
প্রতিপক্ষ সার্ভিস ভাঙার সুযোগ পেয়েও পারল না। সার্ভিস ধরে রাখলেন নাদাল।
খেলায় সমতা ফেরাল টিম ওয়ার্ল্ড।
প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা নিয়ে খেলার বিরতিতে নাদালের সঙ্গে আলোচনা সেরে নিলেন ফেডেরার। দিলেন প্রয়োজনীয় পরামর্শ।
ধারাভাষ্যকাররা বললেন, ‘‘ফেডেরার শিল্পী। একমাত্র তাঁর পক্ষেই নেটের ফাঁক খুঁজে পাওয়া সম্ভব।’’
There's a first for everything 👀#LaverCup | @rogerfederer pic.twitter.com/ToNEwy0lId
— Laver Cup (@LaverCup) September 23, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy