Roger Federer in different mood before his last tournament Laver Cup dgtl
Roger Federer
অবসরের আগে অন্য মেজাজে ফেডেরার! ঘুরলেন লন্ডনের রাস্তায়, সময় কাটালেন লেভারের সঙ্গে
পেশাদার টেনিসে শেষ বারের মতো নামতে চলেছেন রজার ফেডেরার। লেভার কাপের আগে লন্ডনের রাস্তায় অন্য মেজাজে দেখা গেল তাঁকে। সতীর্থদের সঙ্গে ঘুরলেন। আড্ডা মারলেন।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ২১:০৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
টেনিস থেকে বিদায়ের ঘোষণা করেছেন রজার ফেডেরার। লন্ডনে লেভার কাপে জীবনের শেষ এটিপি প্রতিযোগিতায় নামতে চলেছেন তিনি। প্রতিযোগিতার আগে লন্ডনে পৌঁছে গিয়েছেন ফেডেরার। সেখানে অন্য মেজাজে দেখা গেল ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিককে।
০২১৪
লন্ডনে ফেডেরারের সঙ্গে ছিলেন নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারেরা। সবাই মিলে লন্ডনের রাস্তায় ঘুরলেন। গল্পে মাতলেন। সবার মধ্যমণি ছিলেন সেই ফেডেরার।
০৩১৪
বিখ্যাত লন্ডন ব্রিজের সামনে দেখা গেল ফেডেরার, জোকোভিচ ও মারেকে। একসঙ্গে তিন তারকাকে দেখতে ভিড় জমে যায় সেখানে। হাসি মুখে তাঁদের আবদার মেটালেন ফেডেরাররা।
০৪১৪
লন্ডনের বিখ্যাত অট্টালিকা ‘দ্য শার্ড’ চিনতেন না মারে। তিনি জিজ্ঞাসা করেন, ‘‘এটা কী?’’ সেই অট্টালিকার ইতিহাস তাঁকে জানান ফেডেরার। শুনে জোকোভিচ হেসে বলেন, ‘‘ফেডেরার তোমাকে লন্ডন চেনাচ্ছে অ্যান্ডি।’’
০৫১৪
তিন মূর্তি ছাড়াও সেই দলে ছিলেন ফ্রান্সেস টিয়াফো, ক্যাসপার রুডের মতো তরুণ টেনিস খেলোয়াড়রা। ফেডেরারের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁদের। টেনিসের অন্যতম সেরা খেলোয়াড়কে কাছে পেয়ে চওড়া হাসি তাঁদের মুখে।
০৬১৪
তরুণদের নিরাশ করেননি ফেডেরার। তাঁদের সঙ্গে সময় কাটিয়েছেন। মজা করেছেন। একসঙ্গে নিজস্বী তুলেছেন। পিছনে লন্ডন ব্রিজকে রেখে তাঁদের নিজস্বী সমাজমাধ্যমে ভাইরাল।
০৭১৪
লেভার কাপে রাফায়েল নাদালের সঙ্গে জুটি বেঁধে খেলতে নামবেন ফেডেরার। নিজের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষকে শেষ লড়াইয়ের সঙ্গী বানিয়ে ফেলেছেন তিনি।
০৮১৪
লেভার কাপে শেষ বারের মতো নামলেও এই প্রতিযোগিতাকে হাল্কা ভাবে নিচ্ছেন না ফেডেরার। প্রতিযোগিতার আগে ঘাম ঝরাতে দেখা যায় তাঁকে। অনেকটা সময় কোর্টে কাটান। আর বেশি দিন খেলবেন না বলে হয়তো আরও বেশি করে কোর্টে সময় কাটান ফেডেরার।
০৯১৪
অনুশীলনে ফেডেরারের সঙ্গে দেখা যায় মারে, জোকোভিচদেরও। সবাই মিলে প্রস্তুতি সারেন। কঠোর অনুশীলনের মাঝেও হাসি, ঠাট্টা, ইয়ার্কি চলছিল। সঙ্গে ছিল ছবির জন্য পোজ় দেওয়া।
১০১৪
যাঁর নামে প্রতিযোগিতা, সেই রড লেভারের সঙ্গেও দেখা হয়ে যায় ফেডেরারের। দু’জনে মিলে অনেক ক্ষণ কথা বলেন। ফেডেরারকে হয়তো ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছিলেন লেভার। সেই সঙ্গে এই প্রতিযোগিতা খেলে অবসরের সিদ্ধান্ত নেওয়ার জন্য হয়তো ধন্যবাদও জানাচ্ছিলেন।
১১১৪
আট বছর বয়সে টেনিস খেলা শুরু ফেডেরারের। কোচ পিটার কার্টার সেই কিশোরকে দেখে তখনই বলেছিলেন, এই ছেলে এক দিন এই গ্রহের এক নম্বর টেনিস খেলোয়াড় হবে। কোচের সেই কথা রেখেছেন ফেডেরার। মোট ৩১০ সপ্তাহ র্যাঙ্কিংয়ে এক নম্বরে থেকেছেন তিনি। তার মধ্যে ২৩৭ সপ্তাহ ধরে টানা এক নম্বরে। এই রেকর্ড এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেননি।
১২১৪
ফেডেরার এক মাত্র পুরুষ টেনিস খেলোয়াড়, যিনি তিনটি স্ল্যাম পাঁচ বার করে জিতেছেন (অস্ট্রেলীয় ওপেন ছ’বার, ইউএস ওপেন পাঁচ বার, উইম্বলডন আট বার)। সবচেয়ে বেশি বার উইম্বলডন জিতেছেন (আট বার)। সবচেয়ে বেশি বয়স্ক খেলোয়াড় (৩৬ বছর) হিসেবে র্যাঙ্কিংয়ে এক নম্বরে থেকেছেন তিনি।
১৩১৪
২০০৪ সাল থেকে ২০০৭ সালের মধ্যে ১৬টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে ১১টি জিতেছেন ফেডেরার। পর পর ২৪টি ফাইনালে জিতেছেন তিনি। এগুলোও রেকর্ড।
১৪১৪
১৯৯৮ সালে পেশাদারি টেনিস শুরু করেছিলেন ফেডেরার। ২৪ বছর পরে পেশাদারি টেনিসকে বিদায় জানাবেন তিনি। নিজেই জানিয়েছেন, ২৪টা বছর ২৪ ঘণ্টার মতো লাগছে। তবে টেনিস ছাড়বেন না ফেডেরার। জানিয়েছেন, টেনিসকে ভালবাসেন। তাই কোনও দিন টেনিসকে ছেড়ে যাবেন না।