গোলের পর রিভারপ্লেটের ফুটবলাররা। ছবি টুইটার
দলের ২০ জন করোনায় আক্রান্ত। বাকিরা চোটে মাঠের বাইরে। কোনও মতে ১১ জনকে জোগাড় করে কোপা লিবার্তাদোরেসে সান্তা ফে-র বিরুদ্ধে নেমেছিল রিভারপ্লেট। দিনের শেষে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে ফিরল তারা।
একাধিক এমন জিনিস দেখা গেল বুধবারের ম্যাচে, যা সাধারণত ফুটবল ম্যাচে দেখাই যায় না। করোনা আক্রান্ত ২০ জন ফুটবলারের মধ্যে চারজনই ছিলেন গোলকিপার। ফলে মিডফিল্ডার এনজো পেরেজকে খেলতে হল গোলকিপার হিসেবে। হ্যামস্ট্রিংয়ে চোট থাকায় তিনিও ছিলেন আধা-ফিট। তবু ভাল খেললেন।
গোটা ম্যাচেই কোনও পরিবর্ত ব্যবহার করেনি রিভারপ্লেট। কারণ পরিবর্ত হিসেবে নামানোর মতো ফুটবলারই তাদের হাতে ছিল না। জুনিয়র দল থেকে ফুটবলারদের নেওয়ার আবেদন করেছিল তারা। কিন্তু সেই আবেদন আগেই খারিজ হয়ে যায়। যাঁরা নেমেছিলেন, তাঁরাও অনভিজ্ঞ। তবুও সান্তা ফে তাদের বিপদে ফেলতে পারেনি। উল্লেখ্য, কোপা লিবার্তাদোরেসে অন্যতম সফল ক্লাব রিভারপ্লেট।
River Plate incredible night
— Fabrizio Romano (@FabrizioRomano) May 20, 2021
- 20+ Covid cases
- Goalkeepers ruled out
- No list changes allowed
- 11 players available (!)
- Midfielder Enzo Pérez starts as GK vs Santa Fe in Copa Libertadores 🧤
- Pérez plays through a hamstring injury
...and River won 2-1.
Pérez, MVP. 🏆 pic.twitter.com/qtmrDjbnxm
🔝 An unforgettable night for @RiverPlate and Enzo Pérez!
— CONMEBOL Libertadores (@TheLibertadores) May 20, 2021
🔴⚪🧤 The midfielder put on the gloves and earned #BestOfTheMatch honors as #River topped @SantaFe. pic.twitter.com/z8SghkbYFd
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy