Advertisement
২৪ ডিসেম্বর ২০২৪
গোলাপি মহারণের মহড়ায়
Virat Kohli

চোটে কাবু অস্ট্রেলিয়া, জোরালো দাবি গিল ও হনুমার

পাশাপাশি ধীরস্থির ভাবে হনুমা ১০৪ করলেন ১৯৪ বলে। বলতে গেলে প্রতিটি বল তিনি দেখে দেখে খেলেছেন। তাঁর ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি।

যুযুধান: প্রস্তুতি স্মিথের। দ্বৈরথের আগে সিডনিতে বিরাট। ছবি: গেটি ইমেজেস।

যুযুধান: প্রস্তুতি স্মিথের। দ্বৈরথের আগে সিডনিতে বিরাট। ছবি: গেটি ইমেজেস।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ০৫:০২
Share: Save:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে প্রথম টেস্টের দলে জায়গা পাওয়ার দাবি জোরদার করলেন ঋষভ পন্থ হনুমা বিহারী। সিডনিতে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচের দ্বিতীয় দিন দু’জনই শতরান করলেন। তবে দু’টি ইনিংসের চরিত্র সম্পূর্ণ আলাদা। ঋষভ খেললেন ঝড়ের গতিতে। তাঁর ১০৩ এল মাত্র ৭৩ বলে। শতরান থেকে ১৯ রান দূরে এই তরুণ প্রতিভা অবিশ্বাস্য ব্যাট করলেন জ্যাক ওয়াইল্ডারমাথের একটি ওভারে। মারলেন চারটি বাউন্ডারি ও একটি ছক্কা! সব মিলিয়ে তাঁর ইনিংসে ন’টি চার ও ছ’টি ছয়।

পাশাপাশি ধীরস্থির ভাবে হনুমা ১০৪ করলেন ১৯৪ বলে। বলতে গেলে প্রতিটি বল তিনি দেখে দেখে খেলেছেন। তাঁর ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি। ঋষভ, হনুমা —দু’জনই দিনের শেষে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে শুরুর দিককার ভারতীয় ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও, দ্বিতীয় ইনিংসে কিন্তু উল্টো ছবি। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ৩৮৬। ভারত এগিয়ে ৪৭২ রানে। ভাল ব্যাট করেছেন মায়াঙ্ক আগরওয়াল (৬১) ও শুভমন গিলও (৬৫)। বিশেষ করে শুভমন। তিনি ৬৫ করেন মাত্র ৭৮ বলে, ১০টি বাউন্ডারির সৌজন্যে।

পন্থ যে আগ্রাসন নিয়ে শুক্রবার সিডনিতে ব্যাট করলেন তাতে টেস্ট দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার অ্যাডিলেডে খেলা নিয়ে সামান্য হলেও সংশয় তৈরি হল। পাশাপাশি সিডনির ব্যাটিং উইকেটে বড় ইনিংস খেলার সব চেষ্টাই করেছিলেন শুভমন। অসাধারণ কয়েকটা ড্রাইভও মারেন। শেষ পর্যন্ত তিনি লেগস্পিনার মিশেল সোয়েপসনের বোলিংয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান। শুভমনের অবশ্য আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ হয়নি। কিন্তু ডিআরএস না থাকায় তাঁর কিছু করার ছিল না। টিভি রিপ্লেতেও শুভমন আউট ছিলেন কি না, তা পরিষ্কার হয়নি।

আরও পড়ুন: ঋষভের শতরানে প্রথম টেস্টে ঋদ্ধির নির্বাচন অনিশ্চিত

আরও পড়ুন: কোহালির উইকেট আসন্ন সিরিজে পাখির চোখ করেছেন কামিন্স

এ দিকে অ্যাডিলেডে প্রথম টেস্টে অলরাউন্ডার ক্যামেরন গ্রিন খেলতে পারবেন কি না, তা নিয়েও সংশয় রয়েছে। শুক্রবার বল করার সময় যশপ্রীত বুমরার একটা স্ট্রেট ড্রাইভ তাঁর মাথার পাশে লাগে। পরে তাঁরও ‘কনকাশন সাব’ নামাতে হয়। শুক্রবার একই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়া ‘এ’-র এগারো নম্বর ব্যাটসম্যান হ্যারি কনওয়ের ক্ষেত্রেও। খেলার একেবারে শেষদিকে ব্যাট করার সময় একটা বাউন্সার তাঁর মাথায় লাগে। শনিবার কনওয়েরও ‘কনকাশন সাব’ নামাতে হয়েছে।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত প্রথম ইনিংস ১৯৪।
অস্ট্রেলিয়া ‘এ’ প্রথম ইনিংস ১০৮।

ভারত দ্বিতীয় ইনিংস:
৩৮৬-৪ (হনুমা অপরাজিত ১০৪, ঋষভ অপরাজিত ১০৩, শুভমন ৬৫, মায়াঙ্ক ৬১)।

অন্য বিষয়গুলি:

Virat Kohli Steve Smith India vs Australia Test series Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy