বোল্ড ঋষভ পন্থ। উচ্ছ্বসিত বোলার জেমিসন। ছবি: রয়টার্স।
ওয়েলিংটনের পর ক্রাইস্টচার্চ। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ব্যর্থ ঋষভ পন্থ। শনিবার তিনি হ্যাগলি ওভালে করেন ১২। কাইল জেমিসনের অফস্টাম্পের বাইরের বল ব্যাটে লাগিয়ে স্টাম্পে টেনে আনেন তিনি।
ঋষভের ব্যর্থতার পরই সোশ্যাল মিডিয়ায় ফের শুরু হয়েছে সমালোচনা। কেউ তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন। কেউ জানতে চাইছেন, এই ‘প্রতিভাবান’কে আর কত দিন টানবে দল। চলছে বিদ্রুপও। ঋদ্ধিমান সাহাকে বসিয়ে তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটো টেস্টেই খেলানোর সিদ্ধান্তকেও একহাত নিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন: সৌম্যর বিয়েতে মোবাইল চুরি! বাংলাদেশ ব্যাটসম্যানের বিয়েতে তুলকালাম
আরও পড়ুন: ব্যাট হাতে ব্যর্থ, ডিআরএসেও ফ্লপ শো অব্যাহত বিরাটের
ভারতীয় ইনিংসের ৫৮তম ওভারে আউট হয়েছিলেন পন্থ। তার আগে ৫৭তম ওভারেই দু’বার ক্যাচ তুলে বেঁচে গিয়েছিলেন তিনি। ট্রেন্ট বোল্টের সেই ওভারের তৃতীয় বলে মিডউইকেটে কলিন ডি গ্র্যান্ডহোমের কাছে গিয়েছিল ক্যাচ। তিনি তা ধরতে পারেননি। পরের বলেই পন্থের খোঁচা গিয়েছিল স্লিপে। সেখানে উইকেটকিপার ওয়াটলিংয়ের সঙ্গে রস টেলরের ভুল বোঝাবুঝিতে জীবন পান তিনি।
কিন্তু তিনি যে ভুল থেকে শিক্ষা নেওয়ার পাত্রই নন, তা আরও এক বার প্রমাণ করলেন। পরের ওভারেই জেমিসনের অফস্টাম্পের বাইরের ডেলিভারিকে টেনে আনেন স্টাম্পে। দু’বার বেঁচে যাওয়ায় ঋষভের খাতায় জমা হয় মাত্র নয় রান। দুর্ভাগ্য বোল্টের, তাঁর শিকার শেষ পর্যন্ত জেমিসনের উইকেটে পরিণত হল।
When Rishabh Pant bats opposition fielders get tense. They wonder which way the catches will come and get nervous. NZ dropped two easy catches. Finally Pant showed mercy on them by hitting the ball into his stumps. Pant is a living legend #pant #NZvsIND
— Suresh (@sureshmiyer) February 29, 2020
#NZvIND #RishabhPant Waste of hope on rishabh pant.he deserved to play only ranji and domestic matches .he showing his poor batting chance after chance kl Rahul or shah deserves to be on squad........
— Raju GM (@imrajuca) February 29, 2020
I think Rishabh Pant has lost his place in tests as well. The selection of players hasn’t been great in the past few years in all the formats. Right from dropping Pujara at Edgbaston ,the use of Saha to Vijay Shankar,Rayudu, DK,and finally KL Rahul.#IndiaNewzealand
— Jigar Haria (@Jigiharia) February 29, 2020
If u still cann't understand....it means u don't want #ind to perform well in world cup...come out from this dirty politics. @BCCI make a strong team....don't waste time...#RishabhPant is not doing well....
— Rohit Gangwar (@ImRohit926) February 29, 2020
Seeing #RishabhPant form, he is not even eligible to play for Delhi Ranji team. His concentration has been diverted towards @UrvashiRautela . So, he is throwing his wicket like a flying kiss. @vikrantgupta73 @sanjaymanjrekar @cricbuzz @YUVSTRONG12 @harbhajan_singh
— Mayank (@MS81533482) February 29, 2020
When #KLRahul was out if form, they carried him and lost world cup. He is out from test squad despite he is in peek form.#RishabhPant is the most overrated player, they will loose 2nd test by an inning. #saha omission is surprised from playing XI.
— 🇮🇳Ajay Mittal🇮🇳 (@ajaymittal81) February 29, 2020
Whridhiman Saha should play in place of Rishabh Pant . Saha is a world-class wicket keeper and he can also bat well in taught condition . Rishabh Pant age is just 22 and Saha's age is 35 . So , Pant shouldn't worry . He can play regularly after Saha's retirement. #RishabhPant
— ZinxClub (@ClubZinx) February 29, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy