মুম্বইয়ে ব্যাট হাতে ব্যর্থ পন্থ। ছবি— এএফপি।
ঋষভ পন্থের জায়গায় কিপিং করছেন লোকেশ রাহুল। ব্যাট করার সময়ে হেলমেটে বল লাগে পন্থের। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে টুইট করে জানানো হয়, হেলমেটে বল লাগায় কনকাশন হয়েছে পন্থের। সেই কারণে ভারতের উইকেটের পিছনে দাঁড়িয়েছেন রাহুল। পন্থের শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে।
ব্যাট করার সময়ে প্যাট কামিন্সের ধেয়ে আসা শর্ট বল চালাতে গিয়েছিলেন ভারতের তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান। ব্যাটে বলে ঠিকঠাক হয়নি।
কামিন্সের দ্রুতগতির ডেলিভারি পন্থের ব্যাটে লেগে আছড়ে পড়ে তাঁর হেলমেটে। শূন্যে ওড়া সেই বল তালুবন্দি করেন টার্নার। ২৮ রানে ফিরে যান পন্থ। এ দিনও রান করার সুযোগ পেয়েছিলেন তিনি। তিনি যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন রানের দরকার ছিল দলের।
Update: Rishabh Pant has got a concussion after being hit on his helmet while batting. KL Rahul is keeping wickets in his absence. Pant is under observation at the moment. #TeamIndia #INDvAUS pic.twitter.com/JkVElMacQc
— BCCI (@BCCI) January 14, 2020
সেই সঙ্গে দরকার ছিল উইকেট ধরে রাখার। পন্থ পরিস্থিতির সদ্ব্যবহার করতে পারলেন না। কামিন্সের ডেলিভারিতে মাথায় আঘাত পাওয়ায় কিপিং করতে পারছেন না তিনি। উইকেটের পিছনে দাঁড়িয়েছেন রাহুল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy