স্পাইডারম্যান লুকে পন্থ
শুক্রবার স্পাইডারম্যান লুকে আবারও নিজের ছবি পোস্ট করলেন ঋষভ পন্থ। ছবি পোস্ট করে তাঁর গান ভাইরাল হওয়ার কথা মনে করিয়ে দিয়ে লেখেন, ‘স্পাইডারম্যানের অনুষঙ্গ বারবার আসুক’।
গাব্বায় চতুর্থ টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে টিম পেন ব্যাট করতে নামার পরই উইকেটের পেছন থেকে ‘স্পাইডারম্যান স্পাইডারম্যান’ গান গাইতে থাকেন ভারতের উইকেটরক্ষক ঋষভ পন্থ। সেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়। গাব্বা টেস্টের চতুর্থ দিনে এইভাবেই অস্ট্রেলিয়ান অধিনায়ককে স্লেজ করতে থাকেন পন্থ।
আইসিসিও পন্থের দেহে স্পাইডারম্যানের জামা পরিয়ে ছবি পোস্ট করে। সেখানে একটি গানও লেখে তারা। সেই পোস্টে পন্থকে ‘স্পাইডারম্যান প্যান্ট’ বলে সম্বোধন করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
Looks like my little song behind the stumps has cast quite the web! Loving all the (e)Spiderman references, keep them coming #RP17 pic.twitter.com/N2YWcYBX6c
— Rishabh Pant (@RishabhPant17) January 29, 2021
এই সম্মান পেয়ে বেশ খুশি ঋষভও। অস্ট্রেলিয়া সফরে দারুণ খেলেছিলেন পন্থ। চতুর্থ টেস্টে তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের ওপর ভর করেই ঐতিহাসিক জয় পায় ভারত। কয়েকদিন পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারত। তাই আপাতত নিভৃতবাসেই আছেন দুই দলের ক্রিকেটাররা। চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে চলা প্রথম দুই টেস্টে দলে জায়গা পেয়েছেন পন্থ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy