এই সেই ভুল। যার জন্য সমালোচিত পন্থ।
রোহিত শর্মার ব্যাটিং দাপটের দিনে কটাক্ষ হজম করতে হল ঋষভ পন্থকে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্রথম টি টোয়েন্টি ম্যাচে একাধিক ভুল করেছিলেন তিনি। রিভিউ নিতে হবে কিনা, সেই ব্যাপারে অধিনায়ক রোহিতকে ঠিকমতো পরামর্শ দিতে পারেননি।
তার জন্য রোহিত হাসির ছলে তাঁকে কটাক্ষও করেন। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। রাজকোটে ভারতের ‘ডু অর ডাই’ ম্যাচেও পন্থ করে বসেন মারাত্মক ভুল। তাঁর ভুলের জন্যই জীবন ফিরে পান বাংলাদেশের ওপেনার লিটন দাস। বেঁচে যাওয়ার পরেও অবশ্য লিটন বড় রান করতে পারেননি।
ঠিক কী হয়েছিল? টস জিতে বৃহস্পতিবার ফিল্ডিং নিয়েছিলেন রোহিত। শুরুটা দারুণ করেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও মহম্মদ নইম। ম্যাচের ষষ্ঠ ওভারে যুজবেন্দ্র চহালের বলে এগিয়ে এসে মারতে যান লিটন। বলের লাইন বুঝতে পারেননি তিনি। কিন্তু স্টাম্পের আগেই বলটি ধরেন ঋষভ। তৃতীয় আম্পায়ার নো বল ডাকেন। সহজ স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করে বসেন তরুণ উইকেটকিপার। ফলে সেই যাত্রায় বেঁচে যান লিটন। পরে অবশ্য লিটনকে রান আউট করেন পন্থই।
#INDvBAN India Vs Bangladesh Khaleel
— How Football Saved Humans - Great Book to Read (@HowHumans) November 7, 2019
Pant #askstar
Retweet to get MS Dhoni ASAP pic.twitter.com/gMZ0eTpkUG
আরও পড়ুন: প্রয়াত মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র
MS Dhoni after watching Rishabh Pant's wicket keeping#IndvsBan pic.twitter.com/zCZsNdcGEk
— Right Arm Over (@RightArmOver_) November 7, 2019
কিন্তু, তাতেও তাঁকে নিয়ে সমালোচনা বন্ধ হয়নি। সোশ্যাল সাইটে অনেকেই লেখেন, ‘এই ঋষভ পন্থকেই নাকি ধোনির বিকল্প হিসেবে মনে করা হচ্ছে।’ সোশ্যাল মিডিয়ায় ধোনিকে ফেরানোর দাবি তুললেন ক্রিকেট-ভক্তরা। পন্থকে নিয়ে মিম ছড়িয়ে পড়ে। ওই একবারই নয়, ম্যাচ চলাকালীন আরও একাধিক ভুল করেন পন্থ। উইকেট কিপিংয়ের প্রাথমিক পাঠ ভুলে যান তিনি। অনেকেই অবশ্য বলছেন, আরও কয়েকটা ম্যাচে দেখে নেওয়া হোক পন্থকে।
আরও পড়ুন: ‘মহা’ ঝড় নয়, রাজকোট দেখল রোহিত-তাণ্ডব
!! 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy