Advertisement
২০ ডিসেম্বর ২০২৪
isl

২০২৪ থেকে আইএসএল-এ থাকছে অবনমন

এর আগে ২০১৫-১৬ মরসুমেও আইজলের অবনমন মুকুব হয়। ফেডারেশন কাপে রানার্স হওয়ার সুবাদে।

আইএসএল

আইএসএল ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ২৩:৫৪
Share: Save:

করোনার কারণে আই লিগে এ মরসুমেও অবনমন থাকছে না। বদলাচ্ছে না ভারতীয় ফুটবলের ভবিষ্যতের রূপরেখা নিয়ে এআইএফএফ-এর অবস্থান। শুক্রবার এই নিয়ে আই লিগের বিভিন্ন প্রতিনিধি ও বিভিন্ন রাজ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন ফেডারেশন কর্তারা। তবে অবনমন মকুব হওয়ার ঘটনা এবারই প্রথম নয়।

এর আগের মরসুমেও অবনমনের আওতায় থাকা আইজল এফসিকে এ মরসুমে আই লিগেই রেখে দিয়েছিল ফেডারেশন। এই মরসুমে অবনমনের তালিকায় রয়েছে নেরোকা এফসি। তাদের অবনমনও হচ্ছে না। ২০১৫-১৬ মরসুমেও আইজলের অবনমন মকুব হয়। ফেডারেশন কাপে রানার্স হওয়ার সুবাদে। গোয়া থেকে অন্য কোনও ক্লাব না থাকায় অবনমন হয়নি চার্চিল ব্রাদার্সেরও।

এর সঙ্গে এ মরসুমে যোগ দিচ্ছে শ্রিনিধি এফসি। ফলে ১২ দলের আইলিগ হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ২০২৪ সাল থেকে আইএসএল-এ অবনমন থাকবে কিনা তা নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। তবে সূত্রের মতে, ২০২৪ সাল থেকেই অবনমন চালু হবে দেশের এক নম্বর লিগে।

অন্য বিষয়গুলি:

isl AIFF
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy