Advertisement
০৫ নভেম্বর ২০২৪

আজ নামছে রিয়াল, গুরু জ়িদানের অস্ত্র তারকা ত্রয়ী

জার্মান বুন্দেশলিগার পরে স্পেনে শুরু হয়েছে লা লিগা। ইটালিতে সেরি-আ শুরু হবে ২০ জুন। তার আগেই শুক্রবার সে দেশে ফুটবলের প্রত্যাবর্ত‌ন ঘটল কোপা ইটালিয়া দিয়ে, খেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। পর্তুগিজ মহাতারকার পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদও রবিবার আইবারের বিরুদ্ধে (রাত ১১টায় খেলা শুরু) নেমে পড়বে লিয়োনেল মেসিদের বার্সেলোনা মায়োরকায় ম্যাচ খেলার ঠিক এক দিন পরে।

জ়িদান

জ়িদান

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ জুন ২০২০ ০৩:২৫
Share: Save:

জার্মান বুন্দেশলিগার পরে স্পেনে শুরু হয়েছে লা লিগা। ইটালিতে সেরি-আ শুরু হবে ২০ জুন। তার আগেই শুক্রবার সে দেশে ফুটবলের প্রত্যাবর্ত‌ন ঘটল কোপা ইটালিয়া দিয়ে, খেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। পর্তুগিজ মহাতারকার পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদও রবিবার আইবারের বিরুদ্ধে (রাত ১১টায় খেলা শুরু) নেমে পড়বে লিয়োনেল মেসিদের বার্সেলোনা মায়োরকায় ম্যাচ খেলার ঠিক এক দিন পরে।

লা লিগা টেবলে রিয়াল মাত্র ২ পয়েন্ট পিছিয়ে আছে বার্সার থেকে। বাকি ১১ ম্যাচে একটা অঘটন মানে উল্টে যাবে অনেক হিসেব। রিয়াল ম্যানেজার জ়িনেদিন জ়িদানের কাছে এই ‘১১টি ম্যাচই ফাইনাল’! বিশ্বজয়ী প্রাক্তন ফরাসি তারকার সুবিধে, অতিমারির জেরে স্পেনে তিন মাস ফুটবল বন্ধ থাকায় তিনি আক্রমণ সাজাতে পারবেন সুস্থ এডেন অ্যাজ়ারকে দলে রেখে। সঙ্গে করিম বেঞ্জেমা ও ইসকো থাকায় রিয়াল ম্যানেজার হয়তো আবার গ্যারেথ বেলকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখার বিলাসিতা দেখাবেন।

জ়িদান শনিবার সাংবাদিক সম্মেলনে এসে বলেছেন, ‘‘ছেলেরা ভাল করেই জানে, সামনে চূড়ান্ত লড়াই এবং এই সময়টায় কী ভাবে নিজেদের উজাড় করে দিতে হবে। খেলা এতদিন বন্ধ থাকলেও আমাদের প্রস্তুতি যথেষ্ট ভাল হয়েছে।’’ যোগ করেছেন, ‘‘ চিরকাল বলেছি, চ্যাম্পিয়ন্স লিগের থেকে লা লিগা জেতা কঠিন।’’

অন্য বিষয়গুলি:

Zidane Real Madrid La liga Barca
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE