আইপিএল ট্রফি ফাইল চিত্র
করোনার কারণে এবারের আইপিএল স্থগিত রাখতে হয়েছে। প্রতিযোগিতা শেষ না হলেও এবারের আইপিএল-এ চ্যাম্পিয়ন কারা হতে পারত, তা জানা গেল। বিরাট কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরই অবার চ্যাম্পিয়ন হত, এমনটাই জানাচ্ছেন নেটাগরিক আদিশ জৈন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথনের মাধ্যমে গত পাঁচ বছরের তথ্য ব্যবহার করে এই সিদ্ধান্তে এসেছেন তিনি।
নেটমাধ্যমে তিনি লেখেন, ‘আমি প্রোগ্রামিংয়ের মাধ্যমে অসমাপ্ত আইপিএল-এর ফলাফল বের করেছি। তবে প্লে অফের ফলাফল নয়। লিগ পর্যায়ের ফল। আর যে ফল পেয়েছি, আশা করব বেঙ্গালুরুর অনুরাগীরা তাতে খুশি হবেন’।
তিনি আরও লেখেন, ‘আমি সমস্ত ক্রিকেটারদের শেষ পাঁচ বছরের তথ্য সংগ্রহ করেছি। একজন ব্যাটসম্যান কটা সিঙ্গল নিয়েছেন, কবার দুই রান নিয়েছেন, কটা চার বা ছয় মেরেছেন বা একজন বোলার পাওয়ার প্লেতে, মাঝের ওভারে বা শেষদিকের ওভারে কেমন বল করেছেন এসব তথ্য নিয়ে এই প্রোগ্রামিং করেছি। তাতে দেখতে পাচ্ছি এবার বেঙ্গালুরুই চ্যাম্পিয়ন হতো’।
এ মরসুমে দারুণ ছন্দে ছিলেন বিরাটরা। ৭টি ম্যাচ খেলে ৫টিতেই জিতেছেন তাঁরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy