শুভমনের সঙ্গে শাস্ত্রীর এই ছবি নিয়েই চলছে চর্চা। ছবি টুইটার থেকে নেওয়া।
শুভমন গিলের সঙ্গে কথা বলছেন রবি শাস্ত্রী। রবিবার সকালে এই ছবি পোস্ট করেছেন ভারতের প্রধান কোচ নিজেই। আর সঙ্গে সঙ্গে তা সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। নেটাগরিকদের একাংশের আক্রমণের মুখোমুখি হয়েছেন রবি।
ছবিতে দেখা গিয়েছে শাস্ত্রীর বক্তব্য মন দিয়ে শুনছেন গিল। দু’জনেই বসে রয়েছেন চেয়ারে। বোঝা যাচ্ছে, অনুশীলনের ফাঁকেই চলছে কথোপকথন। শাস্ত্রী ছবি পোস্ট করে লিখেছেন, ‘মহান খেলা নিয়ে ভাল আলোচনার কোনও তুলনা হয় না’।
এই সহজ সরল পোস্টকেও রেয়াত করেননি নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘প্লিজ, ওকে কোনও ব্যাটিং টিপস দেবেন না। ওর কেরিয়ার শেষ হয়ে যাবে’। এক জন লিখেছেন, ‘কে যেন আইপিএল সফল ভাবে আয়োজনের জন্য বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করতে ভুলে গিয়েছিল?’ তাঁকে ‘জঘন্য কোচ’ হিসেবেও চিহ্নিত করা হয়েছে। এক জন মজা করে লিখেছেন, ‘গিল: আমায় কেমন স্ট্রাইক রেট বজায় রাখতে হবে? রবি: কেরিয়ারের শুরুতে প্রতি ঘন্টায় একটা বিয়ার হলেই চলবে’। আর এক জন লিখেছেন, ‘রবি: টিমে থাকার জন্য ম্যানেজ করতে হবে। আমি ভারতের টেস্ট দলে ছিলাম বম্বে লবি ও গাওস্করের জন্য। এখন যেমন আমি বিরাটকে কোনও প্রশ্ন করি না। আর তাই আমি কোচ’।
আরও পড়ুন: ‘বোলার নয়, ও বন্দুক’, ভারতীয় পেসারের প্রশংসায় প্রাক্তন কিউই পেসার
আরও পড়ুন: পিতৃশোক কাটিয়ে ওঠার শক্তি যেন পায় সিরাজ, সমবেদনা সৌরভের
এই মুহূর্তে সিডনিতে নিভূতবাসে রয়েছে বিরাট কোহালির দল। তার মধ্যেই চলছে অনুশীলন। গিল রয়েছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ও টেস্ট সিরিজের দলে। এখনও পর্যন্ত আন্তর্জাতিক কেরিয়ারে ২ টি-টোয়েন্টিতে নেমেছেন তিনি। এই সিরিজ সেই কারণেই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। এর আগে সংযুক্ত আরব আমিরশাহিতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে ১৪ ম্যাচে ৪৪০ রান করেছিলেন গিল। ২১ বছর বয়সির স্ট্রাইক রেট ছিল ১১৭.৯৬।
Please don’t give him any batting tips. His career will be destroyed
— VisN (@drvnanduri) November 22, 2020
Who forget to applause @BCCI president @SGanguly99 after made ipl a big successful in this challenging time a good coversation with players from such worst coach never be expected.
— SAMRAT MUKHERJEE (@prince3091) November 22, 2020
Manish- how to stay in Indian team?
— ಸುಬ್ಬು 🇮🇳 Subbu (@Subbannak) November 22, 2020
Ravi- To survive u need to manage...I managed to stay in india test team because of Bombay lobby and Gavaskar. Now I don't question Virat...hence still I am a coach.
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy