ফাইনালে এ ভাবেই মেজাজ হারাতে দেখা গিয়েছে রবি বিষ্ণোইকে। ছবি— এএফপি।
তিনি যে মাথা গরম করতে পারেন, তা বিশ্বাসই করতে পারছেন না কেউ।
বিষ্ণোইদের চার ভাই-বোনের মধ্যে সব চেয়ে ঠান্ডা মাথার রবি। সেই তিনিই যুব বিশ্বকাপ ফাইনালে মেজাজ হারিয়েছেন। মাঠের ভিতরে রবির মাথা গরম করা দেখে বিস্মিত তাঁর বাবা মাঙ্গিলাল বিষ্ণোই।
যুব বিশ্বকাপ ফাইনালের পরের ঘটনার জন্য রবি বিষ্ণোইয়ের মা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন মাঙ্গিলাল। তিনি বলছিলেন, ‘‘আমার ছেলেমেয়েদের মধ্যে সব চেয়ে ঠান্ডা মাথার হল রবি। অথচ ও-ই কিনা মাঠের ভিতরে মেজাজ হারাল!’’
ভারত-বাংলাদেশ যুব বিশ্বকাপের ফাইনাল ছিল চড়া মেজাজের। বাংলাদেশের ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে খারাপ ভাষা ব্যবহার করার অভিযোগ রবি বিষ্ণোইয়ের বিরুদ্ধে। প্রকাশ্যে স্লেজিংও করেন তিনি। তার জন্য আইসিসি শাস্তি দিয়েছে রবিকে। বিতর্কিত ফাইনালের পরে ভারতের যুব দলের ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছেন দেশে। রবির বাবা মাঙ্গিলাল বলছেন, ‘‘আমাদের কাছে গোটা বিষয়টা জানিয়েছে রবি। কেন সে দিন মাথা গরম করেছিল, তাও আমাদের কাছে ব্যাখ্যা করেছে। ম্যাচের শেষে বাংলাদেশের ক্রিকেটাররা তেড়ে এসেছিল ভারতীয় ক্রিকেটারদের দিকে। সতীর্থদের বাঁচানোর জন্য ঝাঁপিয়েছিল রবি। সেই সময়ে মেজাজ হারিয়ে ফেলেছিল।’’
মাঙ্গিলাল আরও বলেন, ফাইনালের পরের ঘটনা এতটাই নাড়া দিয়েছে তাঁদের পরিবারকে যে রবির মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন।
আরও পড়ুন: ঘরের কাজ, জুতো পালিশ, সব করে দেব, শুধু ক্রিকেট খেলতে দিন, কোচকে বলেছিল ছোট্ট যশস্বী
রবির ছেলেবেলার কোচ প্রদ্যোৎ সিংহ ছাত্রের মাথা গরম প্রসঙ্গে বলেছেন, ‘‘ক্রিকেট ভদ্রলোকের খেলা। মাঠের ভিতরে ওই ধাক্কাধাকি কোনওমতেই সমর্থনযোগ্য নয়। আমি শুনেছি বাংলাদেশের বোলাররা খারাপ ভাষা প্রয়োগ করছিল। ওদের এক জন বোলার তো দিব্যাংশ সাক্সেনার দিকে বল ছুড়েও মেরেছিল। ভারতীয়দের উইকেট নেওয়ার পরে যে ভাবে ওরা উৎসব করছিল, তা মানা যায় না। ভারতীয় ক্রিকেটাররাও তেতে উঠেছিল। তবে রবিকে আমি ১০ বছর ধরে চিনি। ও মেজাজ হারানোর ছেলে নয়। রবির সঙ্গে আমি এই ব্যাপারে কথা বলেছি। মাঠের ভিতরে এরকম আচরণ ও করবে না বলে জানিয়েছে।’’
আরও পড়ুন: কিউয়িদের বিরুদ্ধে হোয়াইটওয়াশের ফলে দল থেকে বাদ পড়তে পারেন এই ক্রিকেটাররা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy