রাজনীশ গুরবাণী।—নিজস্ব চিত্র।
ইনদওরে রঞ্জি ট্রফির ফাইনালে দিল্লির বিরুদ্ধে হ্যাটট্রিক করে পুরনো স্মৃতি ফিরিয়ে আনলেন বিদর্ভর পেসার রাজনীশ গুরবাণী।
রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে ফাইনালে হ্যাটট্রিক করলেন রাজনীশ। ১৯৭২-৭৩ সালে রঞ্জি ট্রফির ফাইনালে হ্যাটট্রিক করে ইতিহাস সৃষ্টি করেছিলেন তামিলনাডুর বি কল্যণসুন্দরম। দীর্ঘ ৪৫ বছর পর ফের এক বার সেই কৃতিত্ব ছুঁতে পেরে উচ্ছ্বসিত গুরবাণী।
রাজনীশের পর পর তিনটি শিকার বিকাশ মিশ্র, নভদীপ সাইনি এবং ধ্রুব শোরে। এঁদের প্রত্যেককেই বোল্ড করেন গুরবাণী।
আরও পড়ুন: ‘সচিন’এর বলে অসাধারণ কভার ড্রাইভ জুনিয়র কইফের!
আরও পড়ুন: ‘কোহালির আসল চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে’
হ্যাটট্রিক-সহ প্রথম ইনিংসে মোট ছয়টি উইকেট নেন এই তরুণ বোলার। তাঁর ৫৯ রানে ছ’উইকেটের দাপটে ২৯৫ রানে শেষ হয় দিল্লির প্রথম ইনিংস। জবাবে দিনের শেষে বিদর্ভ ২০৬/৪।
এই দুরন্ত হ্যাটট্রিকের ভিডিও টুইটারে প্রকাশ করেন এক সমর্থক। ভিডিওটি টুইটারে পোস্ট হওয়া মাত্রই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
Rajneesh Gurbani's hat-trick sends Delhi packing https://t.co/vQDvZLJ63m
— sportsfunda (@sportsfunda1) December 30, 2017
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy