Advertisement
০২ নভেম্বর ২০২৪
India Won Gold Medal

সামার অলিম্পিকসে সাফল্য দুই তরুণীর

বার্লিনে আয়োজিত ওই প্রতিযোগিতায় সোনাজয়ী ভারতীয় দলের দুই সদস্য রাজকুমারী চৌধুরী ও মায়া বর্মণ হাওড়ার জয়পুরের পারবাকসির একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত হোমের আবাসিক।

মায়া বর্মন এবং রাজকুমারী ছৌধুরী।

মায়া বর্মন এবং রাজকুমারী ছৌধুরী। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
উলুবেড়িয়া শেষ আপডেট: ৩০ জুন ২০২৩ ০৬:৩৬
Share: Save:

মানসিক প্রতিবন্ধীদের জন্য আয়োজিত সামার অলিম্পিক্সের মহিলা ভলিবলে সোনা জিতেছে ভারত। সৌদি আরবকে হারিয়েছে তারা। সম্প্রতি বার্লিনে আয়োজিত ওই প্রতিযোগিতায় সোনাজয়ী ভারতীয় দলের দুই সদস্য রাজকুমারী চৌধুরী ও মায়া বর্মণ হাওড়ার জয়পুরের পারবাকসির একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত হোমের আবাসিক। বুধবার তাঁরা ফিরলেন। উচ্ছ্বাসে ভাসেন হোমের কর্মকর্তা এবং আবাসিকরা।প্রতি চার বছর অন্তর বিশ্ব অলিম্পিক্স সংস্থা অনুমোদিত ওই আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়। এ বছর মহিলা ভলিবলের ফাইনাল হয় গত ২৪ জুন। রাজকুমারী ও মায়া দু’জনেরই বয়স ২৫ বছর। বছর দশেক আগে রাজকুমারীকে এখানে পাঠায় কলকাতা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। মায়াকে হোমে পাঠিয়েছিল উত্তর দিনাজপুর রায়গঞ্জ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। তখন নামটুকু ছাড়া কিছু বলতে পারেননি তাঁরা। হোমে আবাসিকদের খেলাধুলোর ব্যবস্থা আছে। সেখানেই প্রশিক্ষক এনে রাজকুমারী ও মায়াকে ভলিবলের প্রশিক্ষণ দেওয়া হয়। ওই সংস্থার কর্ণধার তন্ময় সাউ বলেন, ‘‘ভলিবলে দু’জনের দক্ষতা দেখে রাজ্য সমাজকল্যাণ দফতরের মাধ্যমে আমরা ওই দু’জনের নাম কেন্দ্রের কাছে পাঠাই সামার অলিম্পিক্সের জন্য। নির্দিষ্ট প্রক্রিয়া ও প্রশিক্ষণ শেষে ওঁরা চূড়ান্ত ভারতীয় দলে সুযোগ পান। আমরা ওই দু’জনের জন্য গর্বিত।’’

অন্য বিষয়গুলি:

Summer Olympics Volleyball Berlin gold medal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE