রাহুল দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্যায় ফাইল চিত্র
টি২০ বিশ্বকাপের পরেই কোচ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রীর। এরপর বিরাটদের কোচ কে হবেন তা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই মনে করেছিলেন শাস্ত্রীর জায়গায় আসতে পারেন রাহুল দ্রাবিড়।
ভারত এ দল, অনূর্ধ্ব ১৯ দলের হয়ে দারুণ কাজ করেছেন দ্রাবিড়। কিছুদিন আগেই শ্রীলঙ্কা সফরে শিখর ধবনের নেতৃত্বে খেলতে গিয়েছিল ভারত। সেই দলের কোচ ছিলেন দ্রাবিড়। এই সফরের পর থেকে আরও বেশি করে বিরাটদের কোচ হিসেবে প্রাক্তন ব্যাটসম্যানের নাম উঠে আসতে থাকে। তবে সেই জল্পনায় জল ঢাললেন খোদ বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
পরবর্তী কোচ নিয়ে সৌরভ বলেন, ‘‘আমার মনে হয়, দ্রাবিড় এখনই পাকাপাকি ভাবে এই দায়িত্ব নিতে রাজি নয়। ওর সঙ্গে যদিও এ ব্যাপারে আমার কোনও কথা হয়নি। সময় এলে আমরা এই ব্যাপারে কথা বলব।’’
মহেন্দ্র সিংহ ধোনিকে আসন্ন টি২০ বিশ্বকাপে মেন্টর নিযুক্ত করার পর থেকে অনেকের মনেই প্রশ্ন জেগেছে। কার প্রস্তাবে এই পদ পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক? সৌরভ বলেন, ‘এটা নিয়ে বলার কিছু নেই। কারণ কে প্রস্তাব দিয়েছিলেন সেটা বড় কথা নয়। ও টি২০ বিশ্বকাপে দলের সঙ্গে থাকবে নিজেই সেটা জানিয়ে দিয়েছে।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy