শিখরের সঙ্গে দ্রাবিড়। বেঙ্গালুরুতে, শুক্রবার। ছবি: পিটিআই।
ভারতীয় দলের সঙ্গে রাহুল দ্রাবিড়। পুরনো স্মৃতি উসকে দিয়েই। শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে এমন ছবিই দেখা গেল। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান দ্রাবিড়কে দেখা গেল বিরাট কোহালিদের অনুশীলনে।
মোহালিতে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি জিতে বেঙ্গালুরু এসেছে ভারত। রবিবার এখানে সিরিজের তৃতীয় ম্যাচ। ধর্মশালায় গত রবিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সিরিজ কার্যত হয়ে উঠেছে দুই ম্যাচের। ১-০ এগিয়ে থাকা ভারতের সামনে সিরিজ দখলের সুযোগ রয়েছে গার্ডেন সিটিতে। অন্যদিকে, কুইন্টন ডি’ ককের দলের সামনে সিরিজে সমতা ফেরানোর সুযোগ রয়েছে রবিবার।
শুক্রবার সকালে কোচ রবি শাস্ত্রীর তত্ত্বাবধানে অনুশীলন করছিল ভারত। তখনই দ্রাবিড় আসেন সেখানে। হাত মেলান কোহালির সঙ্গে। শিখর ধবনের কাঁধে হাত দিয়ে কথা বলতেও দেখা যায় তাঁকে। পাশেই তখন ছিলেন আর এক ওপেনার লোকেশ রাহুল।
আরও পড়ুন: ধোনির বাইরে তাকানোর সময় এসে গিয়েছে! কে বললেন জানেন?
আরও পড়ুন: যদি ভবিষ্যৎই হয়, তবে ঋষভকে চাপে ফেলা কেন! বিস্ফোরক কোচ তারক সিনহা
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অনুশীলনের ফাঁকে শাস্ত্রীর সঙ্গে দ্রাবিড়ের ছবি পোস্টও করেছে সোশ্যাল মিডিয়ায়। যাতে লেখা হয়েছে, “যখন ভারতীয় ক্রিকেটের দুই গ্রেটের দেখা হয়।” দ্রাবিড়ের সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শাস্ত্রীও।
When two greats of Indian Cricket meet 🤝 pic.twitter.com/Vj3bAeGr8y
— BCCI (@BCCI) September 20, 2019
An all India line up in the coaching staff will only pave way for a strong future of Indian coaches and cricketers - with #RahulDravid @coach_rsridhar #BArun #VikramRathour #TeamIndia pic.twitter.com/rYF73wAgq3
— Ravi Shastri (@RaviShastriOfc) September 20, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy