Advertisement
১৮ নভেম্বর ২০২৪

জিতে নাদাল বললেন, দ্রুত ছন্দে ফিরছি

জেতার পরে তিনি বলেন, ‘‘উইম্বলডনে খেলাটা তো দারুণ ব্যাপার সব সময়ই। বিশেষ করে সেন্টার কোর্টে। খুব ইতিবাচক মানসিকতা নিয়ে নেমেছিলাম।

দুরন্ত: উইম্বলডনের প্রথম রাউন্ডে জয়ের পথে নাদাল। ছবি: এএফপি

দুরন্ত: উইম্বলডনের প্রথম রাউন্ডে জয়ের পথে নাদাল। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৮ ০৪:৩২
Share: Save:

দাপটে উইম্বলডন অভিযান শুরু করলেন রাফায়েল নাদাল। স্প্যানিশ তারকা মঙ্গলবার ৬-২, ৬-৩, ৬-২ হারান ইজরায়েলের ডুডি সেলাকে।

জেতার পরে তিনি বলেন, ‘‘উইম্বলডনে খেলাটা তো দারুণ ব্যাপার সব সময়ই। বিশেষ করে সেন্টার কোর্টে। খুব ইতিবাচক মানসিকতা নিয়ে নেমেছিলাম। সেটা ধরে রাখতে পেরে ভাল লাগছে।’’ সঙ্গে তিনি আরও বলেছেন, ‘‘ছন্দে ফিরছি তবে উন্নতি করার মতো আরও জায়গা রয়েছে। সবচেয়ে বেশি জরুরি ছিল এত দিন ঘাসের কোর্টে না খেলার পরে প্রথম রাউন্ডে নেমেই স্ট্রেট সেটে জয় পাওয়াটা। সেটাই বেশি তৃপ্তির। প্রত্যেকটা জয়েই আরও আত্মবিশ্বাস এনে দেয়। কী ভাবে জিতলাম সেটা বড় কথা নয়।’’

জিতলেন নোভাক জোকোভিচও। দ্বাদশ বাছাই সার্বিয়ান তারকা ৬-৩, ৬-১, ৬-২ হারান টেনিস স্যান্ডগ্রিনকে। পাশাপাশি রজার ফেডেরারের পরে উইম্বলডনের সেন্টার কোর্ট মাতান মেয়েদের চ্যাম্পিয়ন গারবিনে মুগুরুজাও। চব্বিশ ঘণ্টা আগেই দুরন্ত ভাবে উইম্বলডন অভিযান শুরু করেছিলেন সুইস মহাতারকা। মঙ্গলবার তাই নজর ছিল গত বারের চ্যাম্পিয়নের উপরও।

মুগুরুজা হতাশ করেননি। স্প্যানিশ তারকা ৬-২, ৭-৫ হারান ওয়াইল্ড কার্ড নিয়ে নামা ব্রিটিশ খেলোয়াড় নাওমি ব্রডিকে। তৃতীয় বাছাই মুগুরুজা তৃতীয় বার ঘাসের কোর্টের গ্র্যান্ড স্ল্যামে ওঠার দৌড়ে আছেন এ বার। ২০১৫ সালেও তিনি ফাইনালে উঠেছিলেন। বিশ্বের ১৩৮ নম্বর ব্রডিকে শুরুতে একটু চাপে লাগছিল। দ্বিতীয় সেটে তিনি অবশ্য মরিয়া লড়াই করেন। তবে মুগুরুজার মতো শক্তিশালী বিপক্ষের জন্য তা যথেষ্ট ছিল না। তবে মেয়েদের সিঙ্গলসে অঘটনও ঘটেছে মঙ্গলবার। ষষ্ঠ বাছাই ক্যারোলিন গার্সিয়াকে হারান বেলিন্দা বেনচিচ। বিশ্বের ৫৬ নম্বর বেনচিচ জেতেন ৭-৬, ৬-৩। ছিটকে গিয়েছেন প্রাক্তন চ্যাম্পিয়ন পেত্রা কিতোভাও। পুরুষদের সিঙ্গলসে ফরাসি ওপেনের রানার্স ডমিনিক থিম চোটের জন্য ম্যাচ ছেড়ে দেন মার্কোস বাগদাতিসের বিরুদ্ধে। মেডিক্যাল টাইম আউট নেওয়ার পরেও তিনি তৃতীয় সেটের মাঝামাঝি আর কোর্টে নামতে পারেননি। তখন ম্যাচের স্কোর বাগদাতিসের পক্ষে ৬-৪,৭-৫, ২-০।

দ্বিতীয় রাউন্ডে উঠেছেন আলেকজান্ডার জেরেভ এবং পঞ্চম বাছাই খুয়ান মার্টিন দেল পোত্রোও। চতুর্থ বাছাই জেরেভ অস্ট্রেলিয়ার জেমস ডাকওর্থকে হারান ৭-৫, ৬-২, ৬-০। আর্জেন্তিনীয় তারকা দেল পোত্রো, যিনি ২০১৩ সালে সেমিফাইনালে উঠেছিলেন, তিনি জেরেভের সতীর্থ পিটার গজোজিককে হারান ৬-৩, ৬-৪, ৬-৩। দ্বিতীয় রাউন্ডে দেল পোত্রো খেলবেন ফেলিসিয়ানো লোপেজের বিরুদ্ধে। স্প্যানিশ তারকা লোপেজ টানা ৬৫টি গ্র্যান্ড স্ল্যামে নামার নয়া রেকর্ড গড়েন মঙ্গলবার। যে নজির ছিল রজার ফেডেরারের দখলে।

অন্য বিষয়গুলি:

Rafael Nadal Tennis Wimbledon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy