কার বিরুদ্ধে খেলবেন নাদাল ছবি রয়টার্স
ইন্ডিয়ান ওয়েলসের কোয়ার্টার ফাইনালে নিক কির্গিয়সকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেলেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ার খেলোয়াড়কে নাদাল হারালেন ৭-৬, ৫-৭, ৬-৪ গেমে। এ বার তাঁর সামনে স্পেনেরই কার্লোস আলকারাজ, যাঁকে ডাকা হচ্ছে ‘ভবিষ্যতের নাদাল’ নামে।
তবে কির্গিয়স যে ম্যাচে রয়েছেন, সেখানে নাটকের কোনও কমতি থাকে না। নাদালের বিরুদ্ধেও ম্যাচে একাধিক উত্তেজক মুহূর্ত দেখা গেল। প্রথম সেটে টাইব্রেকারে ০-৬ পিছিয়ে থাকার সময় এক সমর্থককে অশ্রাব্য গালিগালাজ করেন। আম্পায়ার বাধ্য হয়ে তাঁকে এক পয়েন্ট পেনাল্টি দেন। এর পরে ম্যাচের শেষের দিকে গ্যালারি থেকে এক সমর্থক তাঁকে বিদ্রুপ করেন। তাঁর বিরুদ্ধে আম্পায়ারকে অভিযোগ জানান।
Nick Kyrgios’ temper tantrums creating a dangerous environment for everyone involved. barely two weeks after Alexander Zverev whacked his racket against the umpire’s chair. and this is supposed to be a “poised” sport? pic.twitter.com/422PnfesE3
— m⁴⁷ FRAUDIAN WELLS (@tsitschurrow) March 18, 2022
তবে আসল ঘটনা ঘটে ম্যাচের শেষে। নাদাল এবং আম্পায়ারের সঙ্গে হাত মেলানোর পর র্যাকেট জোরে কোর্টে ছুঁড়ে মারেন। তা আর একটু হলেই সজোরে এক বলবয়ের গায়ে লাগছিল। অল্পের জন্য বেঁচে যায় সে। নিজের কাজের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন কির্গিয়স। পরে ইনস্টাগ্রামে বার্তা পাঠিয়ে ওই বলবয়ের সঙ্গে কথাও বলেছেন তিনি।
এ দিকে, আলকারাজ ৬-৪, ৬-৩ হারিয়েছেন ক্যামেরন নরিকে। নাদালের মুখোমুখি হওয়ার আগে বলেছেন, “ওকে খেলা খুব কঠিন। কিন্তু আমি দিনটা এবং ম্যাচ উপভোগ করতে চাই। নিজের আদর্শের বিরুদ্ধে রোজ রোজ খেলার সুযোগ মেলে না।” পাল্টা নাদাল বলেছেন, “ওকে দেখে অপ্রতিরোধ্য মনে হচ্ছে। ভবিষ্যতের তারকা হয়ে ওঠার সমস্ত মশলা ওর মধ্যে রয়েছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy