Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Rafael Nadal

ছন্দে রাফা, শুরুতেই বিদায় মারিয়ার

পুরুষদের সিঙ্গলসে অস্ট্রেলিয়ার তারকা নিক কিরিয়স দাবানল-বিধ্বস্ত অস্ট্রেলিয়ার দর্শকদের কিছুটা উচ্ছ্বাসে মেতে ওঠার সুযোগ করে দেন প্রথম রাউন্ডে জিতে।

দুই-গ্রহ: জয় নাদালের। (ডান দিকে) হতাশ শারাপোভা। এএফপি

দুই-গ্রহ: জয় নাদালের। (ডান দিকে) হতাশ শারাপোভা। এএফপি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ০৩:৪৫
Share: Save:

প্রথম রাউন্ডে বলিভিয়ার হুগো ড্যালিয়েনকে উড়িয়ে ২০ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জয়ের অভিযান শুরু করলেন রাফায়েল নাদাল। মঙ্গলবার অস্ট্রেলীয় ওপেনে ৬-২, ৬-৩, ৬-০ জয়ের পরে অবশ্য তিনি পরিষ্কার করে দেন, রজার ফেডেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের বিশ্বরেকর্ড স্পর্শ করা বা পেরিয়ে যাওয়াটাই ‘সব চেয়ে গুরুত্বপূর্ণ’ নয়। নিজের খেলোয়াড় জীবন নিয়েই তিনি খুব খুশি। তবে মেয়েদের প্রাক্তন এক নম্বর মারিয়া শারাপোভা প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন।

নাদাল যদি এ বার অস্ট্রেলীয় ওপেন জেতেন, তা হলে শুধু ফেডেরারের সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শই নয়, ওপেন যুগে প্রথম খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্ল্যামই অন্ততপক্ষে দু’বার জেতার রেকর্ড গড়বেন। সেটা অবশ্য নাদালের পক্ষে খুব সহজ নয়। কারণ এর আগে এক বারই তিনি ট্রফি জেতেন ২০০৯ সালে। ‘‘২০টা, ১৫টা না ১৬টা গ্র্যান্ড স্ল্যাম জিতলাম তা নিয়ে মাথা ঘামাই না। এ ভাবেই খেলে টেনিস জীবন উপভোগ করে যেতে চাই। এমন নয় যে, ২০ নম্বর সংখ্যাটাই পৌঁছনোই আমার লক্ষ্য। যদি পারি সেটা দুরন্ত ব্যাপার হবে। যদি ২১-এ পৌঁছই আরও ভাল। যদি ১৯ই থাকে তা হলেও যা অর্জন করেছি তা নিয়ে খুব খুশি থাকব,’’ বলেছেন নাদাল।

রুশ তারকা শারাপোভা আবার ১৯তম বাছাই ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচের বিরুদ্ধে ৩-৬, ৪-৬ হারার পরে তাঁর টেনিসজীবনের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গেল। ওয়াইল্ড কার্ড নিয়ে নামা শারাপোভা এই হারের পরে এতটাই বিধ্বস্ত হয়ে পড়েন যে, আগামী বছর অস্ট্রেলীয় ওপেনে ফের তাঁকে দেখা যাবে কি না তা নিশ্চিত করে বলতে পারেননি। কাঁধের চোটে গত বছর হাতে গোনা কয়েকটি প্রতিযোগিতায় নেমেছিলেন শারাপোভা। এই হারের পরে তাঁর বিশ্ব র‌্যাঙ্কিংও ৩৬৬ নম্বরে নেমে যেতে পারে। মেলবোর্ন পার্কেই ২০০৮ সালে শারাপোভা চ্যাম্পিয়ন হয়েছিলেন। আগামী বছর তাঁকে মেলবোর্ন পার্কে দেখা যাবে কি না প্রশ্ন করলে শারাপোভা বলেন, ‘‘জানি না। আগামী ১২ মাসে কী হতে চলেছে তা এখনই আমার পক্ষে বলা কঠিন।’’

পুরুষদের সিঙ্গলসে অস্ট্রেলিয়ার তারকা নিক কিরিয়স দাবানল-বিধ্বস্ত অস্ট্রেলিয়ার দর্শকদের কিছুটা উচ্ছ্বাসে মেতে ওঠার সুযোগ করে দেন প্রথম রাউন্ডে জিতে। দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার উদ্যোগ নিয়ে কিরিয়স অস্ট্রেলিয়ার মানুষদের মন জয় করে নিয়েছিলেন আগেই। এ দিনও তিনি কোর্টে প্রবেশ করার সময় হর্ষোল্লাসে স্বাগত জানান স্টেডিয়ামের দর্শকেরা। এমন আবহে তিনি ৬-২, ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-১) হারান ইতালির

লরেঞ্জো সোনেগোকে। জেতার পরে প্রাক্তন মার্কিন তারকা জন ম্যাকেনরো কোর্টে তাঁর সাক্ষাৎকার নিতে গিয়ে বলেন, ‘‘এর পর থেকে তুমি যে কটা সেট জিতবে তার জন্য আমি এক হাজার ডলার করে দাবানলে ক্ষতিগ্রস্তদের ত্রাণ তহবিলে দান করব।’’

অন্য বিষয়গুলি:

Maria Sharapova Rafael Nadal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy