২২ মে থেকে শুরু ফরাসি ওপেন। তার আগে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার লক্ষ্য নিয়ে অনুশীলন শুরু করেছেন নাদাল। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতে গ্র্যান্ড স্ল্যামের দৌড়ে রজার ফেডেরার ও নোভাক জোকোভিচকে টপকে গিয়েছেন তিনি। এ বার তাঁর লক্ষ্য ১৪তম ফরাসি ওপেন খেতাব।
পাঁজরে চোট পেয়েছিলেন নাদাল ফাইল চিত্র
চোটের কারণে প্রায় এক মাস কোর্টের বাইরে থাকার পরে ফের অনুশীলনে ফিরলেন ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা রাফায়েল নাদাল। এক মাস পরেই শুরু ফরাসি ওপেন। তার আগে নাদাল অনুশীলনে ফেরায় স্বস্তিতে তাঁর ভক্তরা।
নিজের টুইটার অ্যাকাউন্টে অনুশীলনে ফেরার কথা জানান নাদাল। তিনি লেখেন, ‘চার সপ্তাহ টেনিস কোর্টে পা না রাখার পরে অবশেষে প্রথম দিন হালকা অনুশীলন করলাম। ফের ক্লে কোর্টে নামার জন্য মুখিয়ে আছি।’
Hoy tras 4 semanas sin pisar una pista de tenis, primer entrenamiento suave 👌🏻
— Rafa Nadal (@RafaelNadal) April 18, 2022
Que ilusión volver a pisar la tierra! 💪🏻 pic.twitter.com/JC9j0MPGzD
চলতি বছর ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে আমেরিকার টেলর ফ্রিৎজের কাছে হারেন নাদাল। সেই ম্যাচেই পাঁজরে চোট পান তিনি। প্রথমে জানা গিয়েছিল প্রায় ছ’সপ্তাহ কোর্টের বাইরে থাকতে হতে পারে ফরাসি ওপেনের সব থেকে সফল টেনিস তারকাকে। কিন্তু তার আগেই অনুশীলনে ফিরেছেন তিনি।
২২ মে থেকে শুরু ফরাসি ওপেন। তার আগে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার লক্ষ্য নিয়ে অনুশীলন শুরু করেছেন নাদাল। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতে গ্র্যান্ড স্ল্যামের দৌড়ে রজার ফেডেরার ও নোভাক জোকোভিচকে টপকে গিয়েছেন তিনি। এ বার তাঁর লক্ষ্য ১৪তম ফরাসি ওপেন খেতাব।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy