Advertisement
০৮ নভেম্বর ২০২৪
chess

R Praggnanandhaa: কার্লসেনের পরে এ বার বিশ্বের ৩ নম্বরকে হারিয়ে চমক প্রজ্ঞানন্দের

প্রজ্ঞানন্দ তালিকায় উন্নতি করলেও পিছিয়ে গিয়েছেন বিদিত গুজরাতি। এক দিনে চতুর্থ স্থান থেকে দশম স্থানে নেমে গিয়েছেন তিনি। দ্বিতীয় দিন একটি ম্যাচেও জিততে পারেননি বিদিত। দু’টি হেরেছেন। দু’টি ড্র করেছেন। অন্য দিকে হরিকৃষ্ণ চিনের লেই তিংজিয়ের কাছে হারের পরে তিনটি ম্যাচ ড্র করেছেন। দ্বাদশ স্থানে রয়েছেন তিনি।

ফের বড় সাফল্য ভারতীয় দাবাড়ুর

ফের বড় সাফল্য ভারতীয় দাবাড়ুর ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ১৭:২৬
Share: Save:

গত মাসে বিশ্বের এক নম্বর দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমক দিয়েছিল ভারতের ১৬ বছর বয়সি রমেশবাবু প্রজ্ঞানন্দ। এ বার বিশ্বের ৩ নম্বর চিনের ডিং লিরেনকে হারাল সে। চ্যারি়টি কাপ র‌্যাপিড দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডে এই কীর্তি করেছে সে। কাকতালীয় ভাবে কার্লসেনকেও প্রতিযোগিতার অষ্টম রাউন্ডে হারিয়েছিল প্রজ্ঞানন্দ

অষ্টম রাউন্ডের ম্যাচে কালো ঘুটি নিয়ে খেলা শুরু করে প্রজ্ঞানন্দ। ফলে প্রথম থেকে কিছুটা সুবিধা ছিল লিরেনের। কিন্তু সেই সুবিধা নিতে পারেননি তিনি। ৪২তম চালে বড় ভুল করেন লিরেন। প্রতিপক্ষের সেই ভুলকে কাজে লাগায় প্রজ্ঞা। ফলে আর কিছু করার ছিল না চিনা প্রতিযোগীর। ৪৯ চালে হার মানেন তিনি। লিরেনকে হারালেও তার আগে পোল্যান্ডের ডুডার কাছে হারে প্রজ্ঞা। কানাডার এরিক হ্যানসেনকে হারিয়ে ও দেশীয় পি হরিকৃষ্ণর সঙ্গে ড্র করে অষ্টম রাউন্ডের শেষে ছ’নম্বরে রয়েছে ভারতীয় দাবাড়ু। প্রতিযোগিতায় এখনও সাত রাউন্ড বাকি রয়েছে।

প্রজ্ঞানন্দ তালিকায় উন্নতি করলেও পিছিয়ে গিয়েছেন বিদিত গুজরাতি। এক দিনে চতুর্থ স্থান থেকে দশম স্থানে নেমে গিয়েছেন তিনি। দ্বিতীয় দিন একটি ম্যাচেও জিততে পারেননি বিদিত। দু’টি হেরেছেন। দু’টি ড্র করেছেন। অন্য দিকে হরিকৃষ্ণ চিনের লেই তিংজিয়ের কাছে হারের পরে তিনটি ম্যাচ ড্র করেছেন। দ্বাদশ স্থানে রয়েছেন তিনি।

অন্য বিষয়গুলি:

chess R Praggnanandhaa magnus carlsen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE