প্রজ্ঞানন্দ তালিকায় উন্নতি করলেও পিছিয়ে গিয়েছেন বিদিত গুজরাতি। এক দিনে চতুর্থ স্থান থেকে দশম স্থানে নেমে গিয়েছেন তিনি। দ্বিতীয় দিন একটি ম্যাচেও জিততে পারেননি বিদিত। দু’টি হেরেছেন। দু’টি ড্র করেছেন। অন্য দিকে হরিকৃষ্ণ চিনের লেই তিংজিয়ের কাছে হারের পরে তিনটি ম্যাচ ড্র করেছেন। দ্বাদশ স্থানে রয়েছেন তিনি।
ফের বড় সাফল্য ভারতীয় দাবাড়ুর ফাইল চিত্র।
গত মাসে বিশ্বের এক নম্বর দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমক দিয়েছিল ভারতের ১৬ বছর বয়সি রমেশবাবু প্রজ্ঞানন্দ। এ বার বিশ্বের ৩ নম্বর চিনের ডিং লিরেনকে হারাল সে। চ্যারি়টি কাপ র্যাপিড দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডে এই কীর্তি করেছে সে। কাকতালীয় ভাবে কার্লসেনকেও প্রতিযোগিতার অষ্টম রাউন্ডে হারিয়েছিল প্রজ্ঞানন্দ।
অষ্টম রাউন্ডের ম্যাচে কালো ঘুটি নিয়ে খেলা শুরু করে প্রজ্ঞানন্দ। ফলে প্রথম থেকে কিছুটা সুবিধা ছিল লিরেনের। কিন্তু সেই সুবিধা নিতে পারেননি তিনি। ৪২তম চালে বড় ভুল করেন লিরেন। প্রতিপক্ষের সেই ভুলকে কাজে লাগায় প্রজ্ঞা। ফলে আর কিছু করার ছিল না চিনা প্রতিযোগীর। ৪৯ চালে হার মানেন তিনি। লিরেনকে হারালেও তার আগে পোল্যান্ডের ডুডার কাছে হারে প্রজ্ঞা। কানাডার এরিক হ্যানসেনকে হারিয়ে ও দেশীয় পি হরিকৃষ্ণর সঙ্গে ড্র করে অষ্টম রাউন্ডের শেষে ছ’নম্বরে রয়েছে ভারতীয় দাবাড়ু। প্রতিযোগিতায় এখনও সাত রাউন্ড বাকি রয়েছে।
প্রজ্ঞানন্দ তালিকায় উন্নতি করলেও পিছিয়ে গিয়েছেন বিদিত গুজরাতি। এক দিনে চতুর্থ স্থান থেকে দশম স্থানে নেমে গিয়েছেন তিনি। দ্বিতীয় দিন একটি ম্যাচেও জিততে পারেননি বিদিত। দু’টি হেরেছেন। দু’টি ড্র করেছেন। অন্য দিকে হরিকৃষ্ণ চিনের লেই তিংজিয়ের কাছে হারের পরে তিনটি ম্যাচ ড্র করেছেন। দ্বাদশ স্থানে রয়েছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy