Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Paris Olympics 2024

স্যেন নদীর বুকে জীবনের অন্যতম সেরা সম্মান পেয়ে গর্বিত পতাকাবাহী পিভি সিন্ধু

জাতীয় পতাকা হাতে নিয়ে সবার আগে দাঁড়িয়ে ছিলেন শরৎ কমল এবং পি ভি সিন্ধু। প্যারিস অলিম্পিক্সে ভারতের দুই পতাকাবাহী।

গর্বিত: অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের আগে গেমস ভিলেজে জাতীয় পতাকা নিয়ে সিন্ধু। শুক্রবার।

গর্বিত: অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের আগে গেমস ভিলেজে জাতীয় পতাকা নিয়ে সিন্ধু। শুক্রবার। ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০৬:৫৯
Share: Save:

স্যেন নদীর বুকে ভেসে আসা বোটে জাতীয় পতাকা হাতে নিয়ে সবার আগে দাঁড়িয়ে ছিলেন তাঁরা দু’জন। শরৎ কমল এবং পি ভি সিন্ধু। প্যারিস অলিম্পিক্সে ভারতের দুই পতাকাবাহী।

পতাকাবাহকের দায়িত্ব পেয়ে তিনি যে কতটা গর্বিত, তা উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগেই বলেছিলেন সিন্ধু। ভারতের পতাকা হাতে ইনস্টাগ্রামে নিজের একটা ছবি দিয়ে ভারতের কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় লেখেন, ‘‘লক্ষ লক্ষ মানুষের সামনে জাতীয় পতাকা হাতে নিতে পারাটা আমার জীবনের অন্যতম সেরা সম্মান।’’

এর আগে জিয়ো সিনেমায় সিন্ধু বলেন, ‘‘অলিম্পিক ভিলেজে আসতে পেরে আমি দারুণ গর্বিত। এটা আমার তৃতীয় অলিম্পিক্স। প্রতিযোগিতা শুরু হওয়ার দিকে তাকিয়ে আছি। ভারতের পতাকাবাহক হতে পেরে আমি দারুণ গর্বিত। লক্ষ্য থাকবে, দেশের হয়ে আর একটি পদক জেতার।’’

নিজের পঞ্চম অলিম্পিক্সে নামছেন শরৎ কমল। সিন্ধুর পাশাপাশি পুরুষ পতাকাবাহক হিসেবে ছিলেন এই টেবল টেনিস তারকা। তিনি বলেছেন, ‘‘গত তিন-চার মাস ধরে এই মুহূর্তটার অপেক্ষা করে আছি। এই দৃশ্যটা কল্পনা করে গিয়েছি।’’ শরৎ আরও বলেছিলেন, ‘‘যত ওই মুহূর্তটা সামনে আসছে, তত আমি উত্তৈজিত হয়ে পড়ছি। আরও ভাল লাগছে সিন্ধুর সঙ্গে এই দায়িত্বটা ভাগ করে নিতে পেরে।’’

সিন্ধুও বলেন, ‘‘শরৎ কমলের সঙ্গে পতাকাবাহক হতে পেরে আমিও খুশি। দু’জনের কাছেই এটা গর্বের মুহূর্ত। দেশের প্রতিনিধিত্ব করার, দেশের পতাকাবাহক হওয়ার একটাই সুযোগ পাওয়া যায়। শরৎ আমার সিনিয়র। অনেক বছর ধরে ওকে চিনি আমি।’’ সব মিলিয়ে ভারতের ৭৮জন ক্রীড়াবিদ এবং সাপোর্ট স্টাফ অংশ নেন উদ্বোধনী অনুষ্ঠানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Paris Olympics 2024 PV Sindhu Sharath Kamal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE