ও এম নামবিয়ার। ছবি: টুইটার থেকে
চলে গেলেন ও এম নামবিয়ার। পিটি ঊষার কোচ নামবিয়ারের বয়স হয়েছিল ৮৯ বছর। টুইট করে কোচের মৃত্যু সংবাদ জানান প্রাক্তন অ্যাথলিট পিটি ঊষা।
টুইট করে ঊষা লেখেন, ‘আমার গুরু, কোচের চলে যাওয়া মনের মধ্যে যে গভীর ক্ষত তৈরি করল, তা কখনও পূরণ হবে না। আমার জীবনে তাঁর অবদান শব্দে প্রকাশ করা যাবে না। গভীর ভাবে শোকাচ্ছন্ন। আপনাকে খুব মিস করব ও এম নামবিয়ার স্যর।’
দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত নামবিয়ারের জন্ম কেরলের কান্নুরে। কলেজে পড়ার সময় নিজেও অসাধারণ দৌড়বিদ ছিলেন তিনি। তাঁর কলেজের অধ্যক্ষের কথায় সেনায় যোগ দিয়ে খেলা চালিয়ে যান নামবিয়ার। ১৯৭৬ সাল থেকে পিটি ঊষাকে প্রশিক্ষণ দিতে শুরু করেন তিনি।
The passing of my guru, my coach, my guiding light is going to leave a void that can never be filled. Words cannot express his contribution to my life. Anguished by the grief. Will miss you OM Nambiar sir. RIP 🙏🏽 pic.twitter.com/01ia2KRWHO
— P.T. USHA (@PTUshaOfficial) August 19, 2021
ভারতের প্রথম তিন দ্রোণাচার্য পুরস্কার প্রাপকের একজন হলেন নামবিয়ার। ১৯৮৫ সালে এই পুরস্কার পান তিনি। এই বছর তাঁকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy