Probable eleven of India against Sri Lanka in 3rd T 20 dgtl
Cricket
কুলদীপের পরিবর্তে পুণেয় কি আজ চহাল? দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ
শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টিতে কেমন হবে ভারতের প্রথম একাদশ? দেখে নিন তা।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ০৮:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
বোলার ও ব্যাটসম্যানদের দাপটে ইনদওরের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খুব সহজেই জিতে নিয়েছে ভারত। পুণের তৃতীয় টি টোয়েন্টিতে কি ঘুরে দাঁড়াতে পারবে শ্রীলঙ্কা? না কি ইনদওরের পুনরাবৃত্তি ফের ঘটতে চলেছে পুণেয়? শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টিতে কেমন হবে ভারতের প্রথম একাদশ? দেখে নেওয়া যাক।
০২১২
শিখর ধওয়ন— চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছেন শিখর ধওয়ন। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ধওয়ন সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। লোকেশ রাহুল ফিরে যাওয়ার পরে বাঁ হাতি ওপেনার দলের ইনিংস টানতেই পারতেন। কিন্তু মাত্র ৩২ রানে ফিরে যেতে হয় ধওয়নকে। বিশেষজ্ঞরা বলছেন, নিজেকে প্রমাণ করার জন্য শ্রীলঙ্কা সিরিজ হাতে পাচ্ছেন ধওয়ন। লোকেশ রাহুল ইতিমধ্যেই নিজেকে দলে প্রতিষ্ঠা করে ফেলেছেন। রোহিত শর্মা ফিরলে তিনিই হবেন অটোমেটিক চয়েস। ধওয়নের সুযোগ কিন্তু কমছে। তৃতীয় টি টোয়েন্টিতে বাঁ হাতি ওপেনারের ব্যাট কি গর্জে উঠবে? সমালোচকদের জবাব কি দিতে পারবেন তিনি?
০৩১২
লোকেশ রাহুল — ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ঠিক সেখান থেকেই শুরু করেন লোকেশ রাহুল। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মারমুখী ব্যাটিং করেছিলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে শুরু থেকেই ঝড়ের গতিতে রান তোলেন তিনি। ছন্দে থাকা লোকেশ রাহুল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে শুরু থেকেই যে আগ্রাসী মেজাজে ব্যাটিং করবেন, এ কথা আগেই বলে দেওয়া যায়।
০৪১২
বিরাট কোহালি—ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মারমুখী ব্যাটিং করেছিলেন ভারত অধিনায়ক। ইনদওরের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে হঠাৎই গিয়ার বদলে ফেলেন কোহালি। তাঁকে ঝামেলায় ফেলতে পারেননি দ্বীপরাষ্ট্রের কোনও বোলারই। সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে কোহালির ব্যাটের দিকে তাকিয়ে থাকবেন দর্শকরা।
০৫১২
শ্রেয়াস আইয়ার — দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারতের দুই ওপেনার ফিরে যাওয়ার পরে শ্রেয়াস আইয়ার ভারত অধিনায়কের সঙ্গে ইনিংস গড়ার কাজ করেন। আসল সময়ে স্পিনার ডি’ সিলভাকে আক্রমণের রাস্তা নেন আইয়ার। ম্যাচ শেষ তিনি করে যেতে পারেননি। বাকি কাজটা সারেন কোহালি। তবে শ্রেয়াস যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন, তা প্রমাণিত।
০৬১২
শিবম দুবে — দিনকয়েক আগেই তিনি জানিয়ে দিয়েছেন হার্দিক পাণ্ড্য তাঁর প্রতিদ্বন্দ্বী নন। নিজের খেলায় উন্নতি ঘটাতে চান তিনি। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কিছু করে দেখানোর সুযোগ পাননি দুবে। তৃতীয় টি টোয়েন্টিতে তরুণ প্রতিভার দিকে নজর থাকবে সবার।
০৭১২
ঋষভ পন্থ— দিন কয়েক আগে তাঁর অগ্রজ পার্থিব পটেল পরামর্শ দিয়ে বলেছেন, নিজের খেলায় মন দিতে। বহির্জগতের কথা শোনার দরকার নেই। পন্থ এখন নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। দলের প্রয়োজনের সময়ে জ্বলে উঠতে পারছেন না সে ভাবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে খুব বেশি সুযোগ পাননি পন্থ। তৃতীয় টি টোয়েন্টিতে পন্থ কী করেন, সেই দিকেই নজর থাকবে নির্বাচকদের।
০৮১২
ওয়াশিংটন সুন্দর— টি টোয়েন্টিতে বোলিং ওপেন করেন তিনি। দ্বিতীয় টি টোয়েন্টিতে অবশ্য বোলিং ওপেন করেননি ওয়াশিংটন সুন্দর। শ্রীলঙ্কার ইনিংসে প্রথম আঘাত হানেন তিনিই। তার পর ভারতের বাকি বোলাররা ম্যাচের দখল নিয়ে নেন।
০৯১২
কুলদীপ যাদব— দ্বিতীয় টি টোয়েন্টিতে বোলারদের দাপটে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা বড় রান তুলতে পারেননি স্কোর বোর্ডে। কুলদীপ দু’টি উইকেট নেন। কিন্তু অনেক রান দিয়ে ফেলেন। তৃতীয় টি টোয়েন্টিতে কুলদীপের পরিবর্তে কি যুজবেন্দ্র চহালকে দেখা যাবে? সেই সম্ভাবনা খুবই কম। মনে করা হচ্ছে উইনিং কম্বিনেশন ভাঙবেন না কোহালি।
১০১২
নবদীপ সাইনি— দীপক চহার ছিটকে যাওয়ায় দলে সুযোগ পান নবদীপ সাইনি। গতির ঝড় তুলে প্রতিপক্ষ ব্যাটসম্যানের পরীক্ষা নিয়েছেন ইনদওরে। ইনদওরে তিনি উইকেট নিয়েছেন। সেই সঙ্গে রানও আটকে রেখেছেন। পুণেয় বল হাতে আগুন জ্বালাতে দেখা যাবে সাইনিকে।
১১১২
শার্দুল ঠাকুর— আইপিএল ও ঘরোয়া টুর্নামেন্ট শাণিত করেছে শার্দুল ঠাকুরের পারফরম্যান্স। এ কথা নিজেই বলেছেন তিনি। দ্বিতীয় টি টোয়েন্টিতে তিনি তিনটি উইকেট নেন। সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচেও শার্দুল ঠাকুরের দিকে চোখ থাকবে সবার।
১২১২
যশপ্রীত বুমরা—প্রত্যাবর্তনে বুমরা একটি উইকেট নেন। কখনও স্লোয়ার, কখনও গতির হের ফের ঘটিয়ে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেছিলেন। কিন্তু ইনিসের শেষ ওভারটা মোটেও বুমরা-সুলভ হয়নি। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, যত খেলবেন ততই খুলবে তাঁর বোলিং। সিরিজের শেষ ম্যাচে বুমরা বল হাতে আগুন ধরান, এমনটাই চান ক্রিকেটভক্তরা।