ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর শুভেচ্ছায় ভাসলেন সিন্ধু। ছবি: এএফপি।
প্রথম ভারতীয় হিসাবে ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন পি ভি সিন্ধু। আর তার পর থেকেই সোনার মেয়েকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে ভারতীয় ক্রীড়া মহল। খেতাবের লড়াইয়ে নজোমি ওকুহারাকে (২১-৭, ২১-৭) গেমে কার্যত গোহারা হারিয়ে দেন সিন্ধু। শুরু থেকেই জাপানি শাটলারকে দমিয়ে রেখেছিলেন তিনি। ওকুহারাকে উড়িয়ে বিশ্ব খেতাব জয়ের পরেই অভিনন্দনের ঢেউ আছড়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
সুইত্জারল্যান্ডের বাসেলে বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পরেই প্রধানমন্ত্রী সিন্ধুকে টুইটারে লেখেন,‘অনবদ্য প্রতিভা পি ভি সিন্ধু। সোনার পদক জয়ে ভারতকে আবারও গর্বিত করার জন্য অনেক অভিনন্দন। ব্যাডমিন্টনের প্রতি তোমার আগ্রহ ও একাগ্রতা নতুন প্রজন্মকেও অনুপ্রেরণা দেবে।’
The stupendously talented @Pvsindhu1 makes India proud again!
— Narendra Modi (@narendramodi) August 25, 2019
Congratulations to her for winning the Gold at the BWF World Championships. The passion and dedication with which she’s pursued badminton is inspiring.
PV Sindhu’s success will inspire generations of players.
সিন্ধুর সোনা জয় নিয়ে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর টুইট করেন, ‘অনন্য পারফরম্যান্স। বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জয় অভূতপূর্ব।’
Amazing performance, @Pvsindhu1!
— Sachin Tendulkar (@sachin_rt) August 25, 2019
Congratulations on becoming the 1st ever 🇮🇳 to win the BWF World Championships!
You have made India proud, yet again.#BWFWorldChampionships2019 pic.twitter.com/sUYPsVlnLT
আর এক ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল টুইট করেন,‘প্রথম ভারতীয় হিসাবে বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জেতার জন্য অনেক অভিনন্দন তোমাকে।’
Congratulations to @Pvsindhu1 for the first ever world championships gold medal from India 👍
— Saina Nehwal (@NSaina) August 25, 2019
সিন্ধুকে শুভেচ্ছা জানান ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ থেকে শুরু করে মহম্মদ কাইফ।
টুইট করে সহবাগ লেখেন,‘বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জেতার জন্য অভিনন্দন। তুমি অনুপ্রেরণা।’
Congratulations @Pvsindhu1 for winning the Gold at the BWF World Championships. You are an inspiration! pic.twitter.com/DYu9UkrLIH
— Virender Sehwag (@virendersehwag) August 25, 2019
রাজনৈতিক মহল থেকেও শুভেচ্ছা আসতে থাকে। সিন্ধুর সোনা জয়ের পরেই ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু থেকে যোগী আদিত্যনাথ প্রত্যেকেই অভিনন্দন জানান। অভিনন্দন জানানো হয় কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকেও।
PV Sindhu creates history by becoming the first-ever Indian to claim gold in BWF World Badminton Championships! India is proud of @Pvsindhu1🇮🇳 My hearty congratulations! Govt will continue to provide best support & facilities to produce champions. #BWFWorldChampionships2019 pic.twitter.com/LxWzQirTXh
— Kiren Rijiju (@KirenRijiju) August 25, 2019
Congress President Smt. Sonia Gandhi congratulates @Pvsindhu1 on winning a gold medal at the BWF World Championships. pic.twitter.com/us0HxUm8DF
— Congress (@INCIndia) August 25, 2019
Thank you Ms. @Pvsindhu1 for making India proud.
— Yogi Adityanath (@myogiadityanath) August 25, 2019
Congratulations to the daughter of Maa Bharati for winning the Gold at the #BWFWorldChampionships2019.
PV Sindhu’s success and support of her family members will inspire generations to think BIG and make a mark at global stage.
সোনা জয়ের পর পি ভি সিন্ধু বলেন “‘আজ আমার মা-র জন্মদিন। ভাবছিলাম মাকে কী উপহার দেব। অবশেষে এই সোনাই তাঁকে উপহার দিলাম।’’
আরও পড়ুন: রেকর্ডের অপর নাম! বিধ্বংসী সিন্ধুর এই কীর্তিগুলো মনে পড়ে?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy