তৃতীয় দিনে একা লড়াই করলেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলি। ছবি: এএফপি।
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে একা লড়াই করলেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলি। কিন্তু তাঁর সেঞ্চুরি সত্ত্বেও ফলো অন বাঁচাতে পারল না পাকিস্তান। ইংল্যান্ড প্রথম ইনিংসে আট উইকেটে ৫৮৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। জবাবে তৃতীয় দিনে ২৭৩ রানেই পাকিস্তানের প্রথম ইনিংস শেষ। অধিনায়ক আজহার অপরাজিত থাকেন ১৪১ রানে। জিমি অ্যান্ডারসন নিয়েছেন পাঁচ উইকেট। ইংল্যান্ড অধিনায়ক জো রুট ফলো অন করানোর সিদ্ধান্ত নেন।
প্রথম দু’দিন পাকিস্তানের বোলিংয়ের হাল দেখে প্রচণ্ড চটেছেন শোয়েব আখতার। পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘‘আমি অনেক আগ্রাসী ফাস্ট বোলার দেখেছি জীবনে। তাদের উইকেট নেওয়ার ইচ্ছা থাকত। পাকিস্তানের এই বোলারদের দেখে আমার একটাই প্রশ্ন, এদের কে কী শেখাচ্ছে?’’
স্কোরকার্ড
ইংল্যান্ড ৫৮৩-৮ (ডি)
পাকিস্তান ২৭৩
পাকিস্তান (প্রথম ইনিংস, আগের দিন ২৪-৩ এর পরে)
আজহার আলি ন.আ ১৪১ • ২৭২
আসাদ ক রুট বো অ্যান্ডারসন ৫ • ৮
ফওয়াদ ক বাটলার বো বেস ২১ • ৭৪
রিজ়োয়ান ক বাটলার বো ওকস ৫৩ • ১১৩
ইয়াসির শাহ ক রুট বো ব্রড ২০ • ২৪
শাহিন ক বাটলার বো ব্রড ৩ • ৮
মহম্মদ আব্বাস রান আউট ১ • ১০
নাসিম ক সিবলি বো অ্যান্ডারসন ০ • ৮
অতিরিক্ত ১৩
মোট ২৭৩ (৯৩)
পতন: ৪-৩০ (আসাদ, ১২.৫), ৫-৭৫ ফওয়াদ, ৩৬.২), ৬-২১৩ (রিজ়োয়ান, ৭৫.১), ৭-২৪১ (ইয়াসির, ৮১.২), ৮-২৪৭ (শাহিন, ৮৫.১), ৯-২৬১ (মহম্মদ আব্বাস, ৮৮.৬), ১০-২৭৩ (নাসিম, ৯২.৬)।
বোলিং: জেমস অ্যান্ডারসন ২৩-৩-৫৬-৫, স্টুয়ার্ট ব্রড ২০-৫-৪০-২, জোফ্রা আর্চার ১৭-৩-৫৮-০, ক্রিস ওকস ১৫-২-৪২-১, ডম বেস ১৮-২-৬৮-১।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy