হাসান আলির এই দুটো ছবিই পোস্ট করে আইসিসি। ছবি: আইসিসি-র টুইটার থেকে
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট করার সময় পাকিস্তানের হাসান আলির আউট নিয়ে ব্যঙ্গ করল আইসিসি। টুইটারে পাশাপাশি হাসানের দুটো ছবি, আর তাতেই নেটাগরিকদের মধ্যে শুরু হয়েছে মস্করা। ছবিটি টুইট করে আইসিসি লেখে, ‘প্রোফাইলের ছবি, আসল ছবি’।
আইসিসি-র টুইট করা ছবি দুটোর একটিতে দেখা যাচ্ছে শট মারছেন হাসান। পাশেই পুরো ছবিটাতে দেখা যাচ্ছে আসলে বোল্ড হয়ে গিয়েছেন তিনি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে এই ছবিই।
কাগিসো রাবাদার বলে আউট হন হাসান। ৩৩ বলে ২১ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকার ২২০ রানের জবাবে ৩৭৮ করে পাকিস্তান। ফাওয়াদ আলির শতরানে ভর করে প্রথম ইনিংসে বড় রান করে তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে জয় পায় পাকিস্তান।
Your profile picture vs the full picture 😄#PAKvSA pic.twitter.com/jMw1niI0co
— ICC (@ICC) January 28, 2021
সিরিজের প্রথম টেস্টে জিতে ১-০ এগিয়ে গেল পাকিস্তান। ২ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা হোয়াইটওয়াশ করতে পারে কি না সেই দিকেই নজর থাকবে সমর্থকদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy