পেনকে নিয়ে মজা করলেন অশ্বিন। ছবি টুইটার
গাব্বায় চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থের স্টাম্পিং মিস করেন টিম পেন। এবার তা নিয়েই মজা করলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ইউটিউব চ্যানেলে ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধরের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘‘গাব্বায় পেন দ্বিতীয় ইনিংসে পন্থের স্টাম্পিং মিস করে। আমার ওকে ভাল লাগতে শুরু করেছে। কারণ, ও একেবারে যথার্থ আয়োজকের ভূমিকা পালন করেছে। স্টাম্পিংটা মিস করে আমাদের সিরিজ উপহার দিয়েছে। তবে, এটা বলা উচিত হবে না যে ও আমাদের সিরিজ জিততে সাহায্য করেছে। এটা মজার ছলেই বললাম।’’
এখানেই থেমে না থেকে তিনি বলেন, ‘‘আমি ভেবেছিলাম গাব্বা বোধহয় ওদের দুর্গ। সেইজন্যই ওরা এতবার গাব্বার কথা বলছে। আসলে এটা ছিল ১০০০ উইকেট পাওয়া অভিজ্ঞ বোলিং অ্যাটাকের বিরুদ্ধে ১৩ উইকেট পাওয়া অনভিজ্ঞ দলের লড়াই।’’
গাব্বা টেস্টে পিঠের ব্যথায় খেলতে পারেননি অশ্বিন।এর আগে সিডনি টেস্টে দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনকে স্লেজিং করতে থাকেন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেন। এ নিয়ে শুরু হয় বিতর্কও। স্টাম্প মাইকে পেনকে বলতে শোনা যায়, ‘‘গাব্বায় তোমাদের দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’’ পরে অবশ্য এই কথা বলার জন্য প্রকাশ্যে ক্ষমাও চাইতে হয় পেনকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy