হতশ্রী পারফরম্যান্স খলিলের। — ফাইল চিত্র।
বাংলাদেশকে জিতিয়ে মুশফিকুর রহিম নন্দিত। শেষের ওভারে ভারতকে ডুবিয়ে খলিল আহমেদ প্রবল নিন্দিত সোশ্যাল মিডিয়ায়।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভারত তোলে ১৪৮ রান। রান তাড়া করতে নেমে বাংলাদেশকে স্বপ্ন দেখান মুশফিকুর রহিম। ১৯তম ওভারে খলিল আহমেদের হাতে বল তুলে দেন রোহিত শর্মা। তখন জেতার জন্য ১২ বলে ২২ রান দরকার বাংলাদেশের।
খলিল আহমেদ সেই ওভারে ১৮ রান দেন। মুশফিকুর রহিম পর পর চারটি ডেলিভারিতে চারটি বাউন্ডারি হাঁকান। ফলে জয়ের সমীকরণ বাংলাদেশের পক্ষে সহজ হয়ে দাঁড়ায়। খলিলের এই রকম নির্বিষ বোলিং দেখার পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে।
আরও পড়ুন: মুশফিকুরের ব্যাট না বিপ্লবদের বোলিং, ঠিক কোন জায়গায় ভারতকে টেক্কা দিল বাংলাদেশ
সোশ্যাল মিডিয়ায় এক জন লিখেছেন, খলিল আহমেদের পারফরম্যান্স দেখে হতাশ। শেষের আগের ওভারে চারটি বাউন্ডারি দিয়ে বসল। খলিল আহমেদের কাছ থেকে একটাও ম্যাচ জেতানো পারফরম্যান্স দেখতে পাওয়া যায়নি। আর এক জন লিখেছেন, আমরা আরেক জন ফিনিশার পেয়ে গিয়েছি।
We have a new finisher in the team. All hail KHALEEL AHMED.#IndvsBan
— Sameer Zade (@SameerZade) November 3, 2019
এক সোশ্যাল মিডিয়া ব্যবহকারী লিখেছেন, খলিল আহমেদ ১১টি টি টোয়েন্টি ম্যাচে বল করেছে। সাতটি ম্যাচে ৩৫ বা তার বেশি রান দিয়েছে। রবিবার খলিল চার ওভারে ৩৭ রান দিয়েছেন।
Khaleel Ahmed has bowled 11 T20I games and 7 times he has conceded 35 or more runs in an innings...
— Broken Cricket (@BrokenCricket) November 3, 2019
আরও পড়ুন: অভিজ্ঞতা বাজারে কেনা যায় না, ভারতের হারের পর টুইট মনোজের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy