দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে পারবে বিরাটের ভারত? ছবি:এএফপি।
একটা পরাজয়ে রাতারাতি ভারত খারাপ দলে পরিণত হচ্ছে না। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ১০ উইকেটে হারের পর এমনটাই বললেন ভারতের অধিনায়ক বিরাট কোহালি।
কোহালির কথায়, “আমরা জানি যে ভাল খেলতে পারিনি। কিন্তু, এটাকে যদি বিশাল বড় করে দেখা হয়, তবে তা মানতে পারব না। কারণ, আমরা নিজেরা তা মনে করি না। কারও কারও মনে হতেই পারে যে, এটাই পৃথিবীর শেষ. কিন্তু তা তো নয়। আমাদের কাছে এটা স্রেফ আর একটা পরাজয়। আর আমরা তা পিছনে ফেলে এসেছি। এবং মাথা তুলেই রাখছি।” তিনি আরও বলেছেন, “আমরা জানি যে জিততে হলে ভাল খেলতে হবে। আর তা ঘরের মাঠের ক্ষেত্রেও প্রযোজ্য। আন্তর্জাতিক পর্যায়ে তো কোনও ম্যাচই অনায়াস হয় না। সব দলই জেতার জন্য মাঠে আসে। এটাকে মেনে নিতে হবে। আর সেটার উপরই দলের চারিত্রিক দৃঢ়তা নির্ভর করে।”
আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতা, না মানসিকতার সমস্যা, ঠিক কী কারণে এই লজ্জার হার ভারতের
আরও পড়ুন: বোল্টদের বলে বার বার বিপর্যস্ত, ব্যাটিংয়ে খারাপ ফর্মের সঙ্গে সমালোচিত কোহালির নেতৃত্বও
যতই সমালোচনা হোক, তা যে ভারতীয় শিবির পাত্তা দিচ্ছে না, তা মনে করিয়ে দিয়েছেন কোহালি। বলেছেন, “সমালোচনাকে পাত্তা দিই না বলেই আমরা এই ধরনের ক্রিকেট খেলছি। বাইরের শোরগোলে নজর দিতে গেলে আমরা ফের সাত-আট নম্বরে চলে যেতাম। বাইরে থেকে কে কী বলছে, তা একেবারেই গুরুত্ব দিই না আমরা। এটাতে কোনও সন্দেহ নেই যে, আমরা পরের টেস্ট জেতার জন্য মরিয়া থাকব। কিন্তু আমরা খেলার ধরন পাল্টে ফেলব না বাইরের কথা শুনে। তবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে যা যা করা দরকার, তার করব। আমরা আর একটা ম্যাচ হারব কি না তা নিয়ে ভাবছি না। তবে আমরা কিন্তু পিছনে পা ফেলব না।”
প্রচারমাধ্যমের সামনে কোহালি সাফ বলেছেন, “পরাজয়কে মেনে নেওয়ার মধ্যে কোনও লজ্জা নেই। এর মানে হল আমরা ভাল খেলতে পারিনি। কিন্তু তার মানে এই নয় যে আমরা রাতারাতি জঘন্য দলে পরিণত হলাম। লোকজন হয়তো আমাদের ভাবনাকে পাল্টাতে চাইবে। কিন্তু তা পাল্টাবে না।”
That's that from the Basin Reserve as New Zealand win the 1st Test by 10 wickets and register their 100th Test win.
— BCCI (@BCCI) February 24, 2020
Scorecard - https://t.co/Jo6w0HOybN #NZvIND pic.twitter.com/N9nxwVH0no
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy