Advertisement
২৯ ডিসেম্বর ২০২৪
Anthony Martial

মার্শিয়ালদের চরম হুঁশিয়ারি সোলসারের

সোলসার মনে করেন, মার্শিয়াল-র‌্যাশফোর্ড মরসুমে ইতিমধ্যেই ১৯টি করে গোল করলেও তাঁদের খেলায় আরও উন্নতি করতে হবে!

সামিল: মঙ্গলবার ম্যাচের আগে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ পোগবার। রয়টার্স

সামিল: মঙ্গলবার ম্যাচের আগে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ পোগবার। রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ জুলাই ২০২০ ০৫:০৩
Share: Save:

পরের মরসুমের দল গড়া নিয়ে বিপরীত মেরুতে য়ুর্গেন ক্লপ এবং ওয়ে গুন্নার সোলসার। তিন দশক পরে লিভারপুলকে ইংল্যান্ডের লিগ চ্যাম্পিয়ন করে ক্লপ জানিয়ে দিলেন, তাঁর দলে এখন যাঁরা আছেন, তাঁদের নিয়েই তিনি সন্তুষ্ট। নতুন কাউকে নেওয়ার জন্য লক্ষ লক্ষ পাউন্ড খরচ করায় আদৌ সায় নেই মহম্মদ সালাহদের গুরুর। পাশাপাশি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার সোলসার ক্লাবের প্রধান দুই তারকা অ্যান্থনি মার্শিয়াল ও মার্কাস র‌্যাশফোর্ডকে চরম বার্তা দিলেন। বলে দিলেন, তাঁদের খেলায় আরও উন্নতি করতে হবে। না হলে, তিনি দল শক্তিশালী করতে বাধ্য হবেন!

ক্লপ বলেছেন, ‘‘মহামারির জন্য ক্লাব নানা ভাবে সমস্যায় পড়েছে। স্বভাবতই দল গড়ার জন্য বিরাট কিছু তৎপরতা দেখানো এই মুহূর্তে সম্ভব নয়। হতে পারে এখনও ফুটবলার কেনা-বেচার সুযোগ রয়েছে। কিন্তু আমার যা দল আছে, সেটা একদম ঠিকঠাক।’’ যোগ করেন, ‘‘হয়তো বছরের শেষ দিকে ছবিটা পাল্টাবে। কিন্তু এমনিতে আমার প্রথম ১৬-১৭ জনকে নিয়ে কোনও সমস্যা নেই। ওরা এক টানা একই মানের ফুটবল খেলে যেতে পারে।’’

সোলসার মনে করেন, মার্শিয়াল-র‌্যাশফোর্ড মরসুমে ইতিমধ্যেই ১৯টি করে গোল করলেও তাঁদের খেলায় আরও উন্নতি করতে হবে! একই কথা তিনি বলেছেন, ১৮ বছর বয়সি ম্যাসন গ্রিনউড সম্পর্কেও। তিনিও এই মরসুমে এক ডজন গোল করেছেন। ‘‘আশা করব, তিন জনই নিজেদের আরও মেলে ধরবে। কেউ যেন না ভেবে বসে, খারাপ খেললেও কখনও তার বদলে নতুন কাউকে নেওয়ার কথা ভাবা হবে না,’’ বলেছেন

পোগবাদের ম্যানেজার। সোলসারের এই সতর্কবার্তার পরেই মঙ্গলবার ইপিএল ম্যাচে ব্রাইটনের বিরুদ্ধে দুরন্ত শুরু করে ম্যান ইউ। ১৬ মিনিটেই দলকে এগিয়ে দেন গ্রিনউড। ২৯ মিনিটে ব্যবধান বাড়ান ব্রুনো ফার্নান্ডেস। ৩৩ মিনিট পর্যন্ত সোলসারের দল এগিয়ে ২-০।

অন্য বিষয়গুলি:

Anthony Martial Ole Gunnar Solskjaer Liverpool Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy