কাতার, বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে সুনীলের দল। ফাইল চিত্র
২০২২ সালের বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সুযোগ নেই। তবুও ফিফার নিয়ম অনুসারে কাতারে গিয়ে প্রতিযোগিতার বাকি ম্যাচগুলো খেলতে হবে ভারতীয় দলকে। তবে স্বস্তির ব্যাপার হল কাতারে পা রাখার পর সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংহ সান্ধুদের ১০ দিনের নিভৃতবাসে থাকতে হবে না। এমনটাই শোনা গিয়েছে। আগামী জুন মাসে বিশ্বকাপ যোগ্যতা অর্জনের বাকি ম্যাচগুলো খেলবে ভারতীয় দল। বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সুযোগ না থাকলেও ২০২৩ সালের এশিয়ান কাপের জন্য এই প্রতিযোগিতা ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
শোনা যাচ্ছে ইগর স্তিমাচের দল দিল্লিতে একজোট হওয়ার পর সবাইকে নিভৃতবাসে চলে যেতে হবে। এই সময় নিয়মমতো সবার হবে কোভিড পরীক্ষা। সেই পরীক্ষার ফল নেগেটিভ আসার পর ফুটবলাররা কাতার যাওয়ার বিমানে উঠতে পারবেন। যেহেতু সুনীল, মনবীর সিংহরা জৈব বলয়ের মধ্যে থাকার পর করোনা পরীক্ষা দিয়ে বিমানে উঠবেন তাই তাঁদের কাতারে পা রাখার পর ১০ দিনের নিভৃতবাসে থাকতে হবে না। সেই দেশে যাওয়ার পরেই অনুশীলন শুরু করতে পারবে ভারত। সেখানে গিয়ে কাতার, বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে সুনীলের দল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy