পরিদর্শন: বৃষ্টিতে টেস্ট বন্ধ। মাঠ ঘুরে দেখছেন অশ্বিন। গেটি ইমেজেস
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার জন্য আরও একটা দিন অপেক্ষা করতে হবে ক্রিকেটপ্রেমীদের। শুক্রবারের পরিবর্তে ম্যাচ শুরু হবে আজ, শনিবার থেকে।
বৃষ্টির জন্য সাউদাম্পটনে এ দিন ভারত বনাম নিউজ়িল্যান্ডের টেস্ট ফাইনালের প্রথম দিনের খেলা ভেস্তে গেল। তবে এই ফাইনালের জন্য ‘রিজার্ভ ডে’ রেখেছে আইসিসি। যে কারণে ম্যাচ এ বার গড়াবে ষষ্ঠ দিনে, অর্থাৎ ২৩ তারিখ পর্যন্ত। অতিরিক্ত দিনে চার ঘণ্টা খেলা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি শনিবার থেকে শুরু হয়ে প্রথম চার দিনে আধ ঘণ্টা আগে খেলা শুরু হবে। যদি আর বৃষ্টি থাবা না বসায়, তা হলে এই ভাবে প্রথম দিনের নষ্ট হওয়া ছ’ঘণ্টা পুষিয়ে দিতে চায় আইসিসি।
এ দিন আম্পায়াররা স্থানীয় সময় বেলা তিনটেয় শেষ বার মাঠ পর্যবেক্ষণ করে দেখেন। কিন্তু ভিজে থাকায় খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এর পরে প্রশ্ন উঠে যায়, তা হলে কি ভারতের ঘোষিত এগারোর দলে কোনও পরিবর্তন হবে? টস না হওয়ার ফলে নিয়ম অনুযায়ী ভারতীয় দল পরিচালন সমিতি নতুন এগারো বেছে নিতেই পারত। কিন্তু দিনের শেষে সাংবাদিক বৈঠকে এসে ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধর ইঙ্গিত দিয়ে যান, ঘোষিত এগারোয় কোনও বদল হবে না।
সাংবাদিকদের শ্রীধর বলেন, ‘‘আমি জানতাম, এই প্রশ্নটার মুখে পড়তে হবে। যে এগারো জনকে বেছে নেওয়া হয়েছে, তারা যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। আমরা পিচ এবং পরিবেশকে হিসেবের বাইরে রেখেই চূড়ান্ত দল গড়েছিলাম।’’ ভারতের ঘোষিত দলে তিন পেসার, দুই স্পিনার আছেন। কারও কারও মতে, স্যাঁতস্যাতে পিচে বাড়তি পেসার খেলানো যেতে পারে। কিন্তু ঘটনা হল, রবীন্দ্র জাডেজার পরিবর্তে উমেশ যাদব বা মহম্মদ সিরাজ খেললে ব্যাটিং দুর্বল হওয়ার ঝুঁকি থাকে।
এর আগে সম্প্রচারকারী চ্যানেলে রোহিত শর্মা বলেছিলেন, ‘‘নিউজ়িল্যান্ড খুবই ভাল দল। ওদের বিরুদ্ধে সহজ-সরল পরিকল্পনা করে মাঠে নামা দরকার। পাঁচটা দিন আমাদের মানসিক ভাবে তাজা থাকতে হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy