Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Indian Boxing Team

Nikhat Zareen: বিশ্ব বক্সিংয়ে সোনা জয়ের সামনে দাঁড়িয়ে জ়ারিন

ঠান্ডা মাথায় রিংয়ে জায়গা পরিবর্তন করার সঙ্গে জোরালো ঘুসিতে নিখাত লক্ষ্যপূরণ করে ফেলেন।

আগ্রাসী: সেমিফাইনালে জ়ারিনের (বাঁ দিকে) আক্রমণের সামনে দাঁড়াতে পারলেন না ব্রাজিলের বক্সার। টুইটার

আগ্রাসী: সেমিফাইনালে জ়ারিনের (বাঁ দিকে) আক্রমণের সামনে দাঁড়াতে পারলেন না ব্রাজিলের বক্সার। টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০২২ ০৮:২০
Share: Save:

মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ স্মরণীয় করে রাখলেন নিখাত জ়ারিন। তিনি পৌঁছে গেলেন ৫২ কেজি বিভাগের ফাইনালে।

অভিষেক পর্বেই বিশ্ব বক্সিং মঞ্চে আলোড়ন ফেলে দিয়েছেন তেলঙ্গানার নিজ়ামাবাদ জেলার ২৫ বছরের এই বক্সার। এ দিন সেমিফাইনালে তিনি ৫-০ ফলে হারিয়ে দিয়েছেন ব্রাজিলের প্রতিপক্ষ কারোলিন দে আলমেইদাকে। প্রাক্তন জুনিয়র বিশ্ব বক্সিংয়ে চ্যাম্পিয়ন জ়ারিনের বিরুদ্ধে শুরু থেকেই কোণঠাসা হয়ে পড়েন ব্রাজিলের প্রতিপক্ষ। ঠান্ডা মাথায় রিংয়ে জায়গা পরিবর্তন করার সঙ্গে জোরালো ঘুসিতে নিখাত লক্ষ্যপূরণ করে ফেলেন। আজ, বৃহস্পতিবার ফাইনালে ভারতীয় বক্সারের প্রতিপক্ষ তাইল্যান্ডের জিটপং জুটামাস।

পেশায় তেলঙ্গানা ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসার নিখাতের সামনে এ বার রয়েছে সোনার হাতছানি। এর আগে এই মঞ্চ থেকে সোনা জিতেছেন ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল এবং লেখা সি। ফাইনালে সোনা জিতলে তিনিও তাঁদের সঙ্গে একাসনে বসে পড়বেন। গণমাধ্যমে জ়ারিনকে অভিনন্দন জানিয়ে জাতীয় বক্সিং সংস্থা লিখেছে, ‘‘প্রথমবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েই জ়ারিন ফাইনালে পৌঁছেছে। এ বার সোনার জন্য ঝাঁপিয়ে পড়ো।’’

জ়ারিনের সাফল্যের দিনে ভারতীয় বক্সিংয়ে আরও একটি পদক নিশ্চিত করেছেন মনীষা মউন। মেয়েদের ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে তিনি হেরে গিয়েছেন ইটালির বক্সার ইরমা টেস্টার বিরুদ্ধে। ইটালির প্রতিপক্ষের পক্ষে ম্যাচের ফল ৫-০। ২০১৯ সালে এশীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন মনীষা শুরুতে সাবলীল থাকলেও ক্রমশ ইটালির বক্সারের জোরালো ঘুসির সামনে অসহায় হয়ে পড়েন। দ্বিতীয় রাউন্ডের পর থেকেই লড়াই থেকে পিছিয়ে পড়েন মনীষা। তিনি পাল্টা আক্রণ করার চেষ্টা করলেও তা সামাল দেন ইটালির বক্সার টেস্টা।

মেয়েদের ৬৩ কেজি বিভাগে ব্রোঞ্জ নিশ্চিত করেছেন পরভিন হুডা। তিনিও এই প্রথমবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। তিনি হারেন ইউরোপীয় বক্সিং প্রতিযোগিতায় রুপো জয়ী, ইংল্যান্ডের অ্যামি ব্রডহার্স্টের কাছে। প্রসঙ্গত শেষ বার এই প্রতিযোগিতা থেকে রুপো পেয়েছিলেন মঞ্জু রানি। মেরি কম জিতেছিলেন ব্রোঞ্জ।

অন্য বিষয়গুলি:

Indian Boxing Team India Women boxing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy