Advertisement
০৫ নভেম্বর ২০২৪
boxing

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে চার রুপো নিশ্চিত, ফাইনালে জারিন, লভলিনারা

৭৫ কেজি বিভাগে ফাইনালে লভলিনা বরগোহাইঁ। অলিম্পিক্সে পদকজয়ী বক্সারকে ঘিরে স্বপ্ন দেখছে ভারত। সেই সঙ্গে ফাইনালে নিখাত জ়ারিন, স্বাতী বোরা এবং নীতু ঘাঙ্ঘাস।

Lovlina Borgahain

মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে লভলিনা। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ২৩:০০
Share: Save:

ভারতীয় বক্সারদের দাপট বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে। ফাইনালে পৌঁছে গিয়েছেন চার বক্সার। ৭৫ কেজি বিভাগে ফাইনালে লভলিনা বরগোহাইঁ। অলিম্পিক্সে পদকজয়ী বক্সারকে ঘিরে স্বপ্ন দেখছে ভারত। সেই সঙ্গে ফাইনালে নিখাত জ়ারিন, স্বাতী বোরা এবং নীতু ঘাঙ্ঘাস।

কলোম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়াকে সেমিফাইনালে ৫-০ ব্যবধানে হারান জ়ারিন। নীতু হারান কাজাখস্তানের আলুয়া বালকিবেকোভাকে। ৫-২ ব্যবধানে জেতেন ভারতীয় বক্সার। লভলিনা হারিয়ে দেন চিনের লি কিয়ানকে। প্রথম বার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন লভলিনা। এর আগে দু’বার ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। স্বাতী হারান অস্ট্রেলিয়ার সু এমা গ্রিনট্রিকে। ৪-৩ ব্যবধানে জেতেন ভারতীয় বক্সার।

ফাইনালে নীতু খেলবেন মঙ্গোলিয়ার লুতসাইখান আলতানসেসেগের বিরুদ্ধে। শনিবার হবে সেই ম্যাচ। রবিবার ফাইনাল খেলতে নামবেন জ়ারিন। তিনি খেলবেন ভিয়েতনামের গুয়েন থি তামের বিরুদ্ধে। লভলিনা এবং সুইটির প্রতিদ্বন্দ্বী কে হবেন তা এখনও ঠিক হয়নি।

বুধবারই পদক নিশ্চিত করেন জ়ারিন এবং নীতু। ৫০ কেজি বিভাগে তাইল্যান্ডের বক্সার চুথামাট রাকসাটকে ৫-২ হারিয়ে সেমিফাইনালে ওঠেন জ়ারিন। অন্য ম্যাচে ৪৮ কেজি বিভাগে নীতুর একের পর এক ঘুষির সামনে বেসামাল হয়ে পড়েন জাপানের বক্সার মাদোকা ওয়াডা। বাধ্য হয়ে রেফারি ম্যাচ থামিয়ে দেন। ‘আরএসসি’ (রেফারি স্টপ কনটেস্ট) নিয়মে জিতে সেমিফাইনালে ওঠেন নীতু।

অন্য বিষয়গুলি:

boxing boxer Lovlina Borgohain Nikhat Zareen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE