কায়েঁর বিরুদ্ধে ম্যাচে চোট পান নেইমার। ছবি রয়টার্স
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফের একবার চোটের কবলে পড়লেন নেমার। মঙ্গলবার বার্সেলোনার বিরুদ্ধে খেলবে প্যারিস সঁ জঁ। লিয়ো মেসি বনাম নেমার দ্বৈরথ দেখার সুযোগ আপাতত হচ্ছে না ফুটবলপ্রেমীদের। তবে এ বার নেমারকে চোট সারাতে ব্রাজিলে ফিরতে দেওয়া হবে না বলে জানালেন পিএসজি-র কোচ মরিসিও পোচেত্তিনো।
ফ্রেঞ্চ কাপে কায়েঁ-র বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়ে বেরিয়ে যান নেমার। চার সপ্তাহ বাইরে থাকবেন তিনি। মঙ্গলবার তো বটেই, ১০ মার্চ ফিরতি লেগেও বার্সেলোনার বিরুদ্ধে খেলার সম্ভাবনা কম। পোচেত্তিনো বলেছেন, “দ্রুত ওর ফিটনেস ফেরানোর জন্য চেষ্টা করছি আমরা। ব্রাজিলে চিকিৎসা করানোর ব্যাপারে ক্লাব বা ফুটবলার, কারওর তরফেই কিছু বলা হয়নি। যা রটছে, তা নেহাতই গুজব।”
চার বছর আগে পিএসজি-তে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক চোট পেয়েছেন নেমার। গোড়ালি, কুঁচকি, পাঁজর সব জায়গাতেই চোট পেয়েছেন। পোচেত্তিনো বলেছেন, “চোট খেলারই অঙ্গ। আর প্রতিযোগিতা তো চলতে থাকবেই। ফ্রেঞ্চ কাপে হওয়াটা দুর্ভাগ্যজনক। তবে লিগের ম্যাচেও হতে পারত।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy