এই ক্যাচ নিয়েই শুরু হয় বিতর্ক ছবি টুইটার
ক্রিকেট মাঠে আম্পায়ারিং নিয়ে বিতর্ক অব্যাহত। আমদাবাদের পর এবার ক্রাইস্টচার্চ। ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচে সূর্যকুমার যাদবকে আউট দেওয়া নিয়ে বিতর্কের পর এবার বাংলাদেশ-নিউজিল্যান্ড একদিনের ম্যাচে তামিম ইকবালকে আউট না দেওয়া নিয়ে বিতর্ক।
নিউজিল্যান্ডের জোরে বোলার কাইল জেমিসনের বলে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ড্রাইভ করেন। জেমিসন নিচু হয়ে ক্যাচ নেন। মাঠের আম্পায়ার আপাত ভাবে (সফট সিগন্যাল) আউটের সিদ্ধান্ত নিলেও তৃতীয় আম্পায়ারের সাহায্য চান। তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটসকে টেলিভিশন রিপ্লে দেখার সময় বলতে শোনা যায়, ‘বল নেওয়ার সময় পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে পারেনি প্লেয়ার’। এরপর তিনি মাঠের আম্পায়ারের ‘আপাত ভাবে নেওয়া’ সিদ্ধান্ত বদলে ফেলে তামিমকে ‘নট আউট’ দেন। মাঠের বড় পর্দায় তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত ফুটে উঠতেই নিউজিল্যান্ডের ক্রিকেটাররা বিস্মিত হয়ে যান।
সেই সময় তামিম ৩৪ রানে ব্যাট করছিলেন। বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ৫৩। শেষ পর্যন্ত তামিম ১০৮ বলে ৭৮ রান করেন। বাংলাদেশ ৬ উইকেটে ২৭১ রান তোলে। নিউজিল্যান্ডের অবশ্য ম্যাচ জিততে অসুবিধে হয়নি। তারা ৪৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। টম লাথাম ১১০ রানে অপরাজিত থাকেন।
How is this NOT a catch 😒 #NZvBAN pic.twitter.com/dO074dpRK2
— Fox Cricket (@FoxCricket) March 23, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy