কোহলীরা নামলেন তিনে। ফাইল ছবি
একদিনের ক্রিকেটে এক নম্বর দলের তকমা হারাল অইন মর্গ্যানের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এক ধাক্কায় তারা নেমে গেল চার নম্বরে। শীর্ষে উঠে এসেছে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড। এক ধাপ নেমে তিন নম্বরে ভারত। দু’নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশকে একদিনের সিরিজে ৩-০ হারানোর কারণেই উইলিয়ামসনদের এই উত্থান। আপাতত তাদের ১২১ পয়েন্ট। দু’ধাপ উঠে অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৮। ভারত রয়েছে ১১৫ পয়েন্টে। গত ১২ মাসে অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে ১-২ ব্যবধানে সিরিজ হেরেছে ইংল্যান্ড। আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচেও হেরেছে। শ্রীলঙ্কাকে টপকে ৯ নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।
তবে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে কেউ শীর্ষস্থান থেকে সরাতে পারেনি। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ ড্র করার পর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে হারায় তারা। যদিও ভারতের কাছে হারতে হয়েছিল তাদের। কিন্তু তালিকায় তারতম্য ঘটেনি। ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। ইংল্যান্ডের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে তারা। নিউজিল্যান্ডও দু’ধাপ উঠে পাঁচ থেকে তিনে
New Zealand have replaced the reigning world champions, England, as the No.1 side in the annual @MRFWorldwide ICC Men's ODI Team Rankings update.
— ICC (@ICC) May 3, 2021
Details 👇
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy