চর্চা: নজর এখন ছ’ফুট ৮ ইঞ্চির পেসার জেমিসনের উপরে। টুইটার
টি-টোয়েন্টি সিরিজ হেরে যেতে হয়েছে দু’ম্যাচ বাকি থাকতেই। ওয়ান ডে সিরিজ জিততে মরিয়া নিউজ়িল্যান্ড এ বার দলে নিয়ে এল তাঁদের দেশের সব চেয়ে লম্বা পেসারকে। তবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজেও কেন উইলিয়ামসন দলে পাচ্ছেন না তাঁর সেরা পেসারদের। গত বছর ইংল্যান্ড বিশ্বকাপে নিউজ়িল্যান্ডের পেস আক্রমণের দায়িত্ব যাঁরা সামলেছিলেন, সেই ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি এবং লকি ফার্গুসন, কেউই চোটের জন্য দলে নেই।
তিন অভিজ্ঞ পেসারের অনুপস্থিতিতে দলে এসেছেন ছ’ফুট আট ইঞ্চির উচ্চতার কাইল জেমিসন। ক্রিকেট মহলে ‘কিল্লা’ নামে পরিচিত জেমিসন ঘরোয়া ক্রিকেটে নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে ব্যাটসম্যানদের বারবার সমস্যায় ফেলছেন। তাঁর বাউন্স সামলাতে সমস্যায় পড়েছেন ব্যাটসম্যানরা।
অকল্যান্ডে জন্ম এবং ক্যান্টেবেরিতে বড় হয়ে ওঠা ২৫ বছর বয়সি এই পেসার ইদানীং নিউজ়িল্যান্ড ‘এ’ দলের হয়েও ভাল খেলেছেন। ভারতীয় ‘এ’ দলের বিরুদ্ধে সফল হয়েছেন। এই নিউজ়িল্যান্ড দলে এত দিন সব চেয়ে লম্বা সদস্য ছিলেন ব্যাটিং কোচ পিটার ফুলটন। তাঁর উচ্চতা দু’মিটার। ফুলটনের নামই হয়ে গিয়েছিল ‘দু’মিটার পিটার’। নিউজ়িল্যান্ড ক্রিকেটের তরফে এ দিন টুইট করা হয়, ‘‘দু’মিটার পিটার, সরে গিয়ে অন্য এক জনকে জায়গা দাও। নিউজ়িল্যান্ডের সব চেয়ে লম্বা ক্রিকেটার এসে গিয়েছে। ২.০৩ মিটার (৬ ফুট ৮ ইঞ্চি) উচ্চতার জেমিসন।’’
ঘোষিত দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), হামিশ বেনেট, টম ব্লান্ডেল, কলিন ডে গ্র্যান্ডহোম, মার্টিন গাপ্টিল, কাইল জেমিসন, স্কট কুগেলাইন, টম ল্যাথাম, জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি (শুধু প্রথম ওয়ান ডে-তে), টিম সাউদি, রস টেলর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy