মনু ভাকের। —ফাইল চিত্র।
প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ের স্বীকৃতি মনু ভাকেরকে। গোয়ালিয়রের জিওয়াজি ক্লাব কর্তৃপক্ষ তাঁদের নতুন শুটিং রেঞ্জের নাম মনুর নামে রেখেছেন। এমন সম্মানে উচ্ছ্বসিত অলিম্পিক্স পদকজয়ী শুটার।
সোমবার শুটিং রেঞ্জের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সেই রেঞ্জের নাম অলিম্পিক পদকজয়ীর নামে রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান থেকে মনুকে ভিডিয়ো কল করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনিই মনুকে জানান, নতুন শুটিং রেঞ্জের নামকরণের কথা। মনুকে সম্মানিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। ভিডিয়ো করে জ্যোতিরাদিত্য মনুকে বলেন, ‘‘নতুন এই রেঞ্জ তৈরি করা হয়েছে ১০ মিটার এয়ার পিস্তল এবং ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের উপযুক্ত করে।’’ নিজের নামে শুটিং রেঞ্জের কথা শুনে খুশি হয়েছেন মনুও।
ভারতের প্রথম খেলোয়াড় হিসাবে একটি অলিম্পিক্সে একাধিক পদক জিতেছেন মনু। প্যারিসে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পেয়েছেন। পাশাপাশি তাঁর এবং সরবজ্যোৎ সিংহের জুটি ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ পেয়েছেন। অলিম্পিক্সের পর থেকে খেলার জগতে দেশে অন্যতম জনপ্রিয় মনু। গোয়ালিয়রের নতুন রেঞ্জেও মনু চাইলে অনুশীলন করতে পারবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy