অলিম্পিক্সের এই জ্যাভলিনটিই মিউজিয়ামে দান করলেন নীরজ। ফাইল ছবি।
টোকিয়ো অলিম্পিক্সে নীরজ চোপড়া যে জ্যাভলিন ছুড়ে সোনার পদক পেয়েছিলেন, সেটি আপাতত ভারতে নেই। সেই ঐতিহাসিক জ্যাভলিনটি রয়েছে সুইৎজারল্যান্ডের লুসানে। প্রিয় জ্যাভলিনটি আন্তর্জাতিক অলিম্পিক্স মিউজিয়ামকে দান করলেন নীরজ।
অলিম্পিক্সে ভারতের প্রথম সোনাজয়ী ক্রীড়াবিদ অভিনব বিন্দ্রার সঙ্গে অলিম্পিক্স মিউজিয়ামে যান নীরজ। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি নীরজকে জ্যাভলিনটি দেওয়ার অনুরোধ করেছিল। তাদের সেই অনুরোধ রাখলেন ২৩ বছরের অ্যাথলিট।
নীরজের আশা, টোকিয়োয় সোনা জেতা জ্যাভলিনটি দেখে অনুপ্রাণিত হবে ছোটরা। নেটমাধ্যমে নীরজ লিখেছেন, ‘লুসানের অলিম্পিক্স মিউজিয়ামে যাওয়ার সুযোগ পেয়েছি। সেখানে আমার জ্যাভলিন থাকবে। এর জন্য সম্মানিত বোধ করছি। আশা করি, এটা তরুণ প্রজন্মকে কঠোর পরিশ্রম করতে উৎসাহ দেবে। অভিনব স্যর সঙ্গে থাকায় এই সফরটা আরও সুন্দর হয়েছে।’
লুসানের মিউজিয়ামে রাখা আছে বেজিং অলিম্পিক্স থেকে বিন্দ্রাকে সোনা এনে দেওয়া রাইফেলটিও। এখন থেকে ভারতের দুই ক্রীড়াবিদের অলিম্পিক্স সোনা জয়ের ‘হাতিয়ার’ প্রদর্শিত হবে অলিম্পিক্স মিউজিয়ামে।
It was an honour to visit and donate my Tokyo2020 javelin to the Olympic Museum yesterday. I hope its presence can inspire the younger generation to keep working hard towards their dreams. The occasion was even more special because I had @Abhinav_Bindra sir with me. 🙏🏻 pic.twitter.com/vkxKPuVIfV
— Neeraj Chopra (@Neeraj_chopra1) August 28, 2022
উল্লেখ্য, টোকিয়োয় ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছিলেন নীরজ। অলিম্পিক্স অ্যাথলেটিক্সে ভারতের প্রথম সোনার পদক সেটাই। কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি নীরজ। চোট সারিয়ে মাঠে ফিরেই গত শুক্রবার প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে ডায়মন্ড লিগে সোনা জিতেছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy