Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
India

আজ সাইনিদের সুযোগ দিতে পারেন কোহালি

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তাদের দেশে গিয়ে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের পরের দিনই হ্যামিল্টন থেকে ওয়েলিংটন চলে এসেছে দু’দল।

নৈসর্গিক: এই ছবি টুইট করে কোহালি লিখলেন, ‘‘জীবন একটা আশীর্বাদ।’’

নৈসর্গিক: এই ছবি টুইট করে কোহালি লিখলেন, ‘‘জীবন একটা আশীর্বাদ।’’

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ ০৬:২৫
Share: Save:

হ্যামিল্টনে টি-টোয়েন্টি সিরিজ জিতে উঠেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন বিরাট কোহালি। সিরিজের বাকি দুটো ম্যাচে নতুন মুখদের দেখে নিতে পারেন তিনি। সেই অঙ্ক অনুযায়ী আজ, শুক্রবার, ওয়েলিংটনে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে নবদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দরদের খেলতে দেখা যেতে পারে।

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তাদের দেশে গিয়ে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের পরের দিনই হ্যামিল্টন থেকে ওয়েলিংটন চলে এসেছে দু’দল। গত কাল ম্যাচের পরে কোহালি বলেছিলেন, ‘‘আমাদের লক্ষ্য অবশ্যই ৫-০ সিরিজ জয়। কিন্তু পাশাপাশি আমরা নতুনদেরও সুযোগ দিতে চাই। দেখে নিতে চাই, এই রকম পরিবেশে ওরা কেমন খেলে।’’

ভারত অধিনায়কের মুখে শোনা গিয়েছিল দুটো নাম। সাইনি এবং ওয়াশিংটন। শার্দূল ঠাকুরের বদলে সাইনিকে চতুর্থ ম্যাচে খেলতে দেখা যেতেই পারে। এমনকি যশপ্রীত বুমরা বা মহম্মদ শামির মধ্যে কাউকে বিশ্রাম দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যুজবেন্দ্র চহাল বা রবীন্দ্র জাডেজার মধ্যে কাউকে বিশ্রাম দিয়ে অফস্পিনার সুন্দরকে খেলানোর সম্ভাবনাও আছে। তবে কুলদীপ যাদবের এখনই বোধ হয় মাঠে নামা হবে না। জানা গিয়েছে, তাঁর কাঁধে সামান্য সমস্যা আছে। আরও কয়েকটা দিন বিশ্রাম নিতে হতে পারে তাঁকে।

ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে প্রথম ব্যাট করা দল। এখানে প্রথমে ব্যাট করা দলের গড় রান ১৭৮। এই মাঠে নিউজ়িল্যান্ডের রেকর্ড অবশ্য খুবই ভাল। শেষ ছ’টা টি-টোয়েন্টি ম্যাচের সব ক’টিতেই জিতেছে তারা। সেই ২০১৪ সালের পর থেকে এই মাঠে আর হারেনি নিউজ়িল্যান্ড।

তবে এই মুহূর্তে কোহালির দল যে রকম ছন্দে আছে, তাতে তাদের থামানো রীতিমতো কঠিন। হ্যামিল্টনে হারের মুখ থেকে ফিরে এসে সিরিজ জিতেছে ভারত। যার পরে হেড কোচ রবি শাস্ত্রী টুইট করেন, ‘‘এই জয় আবার বুঝিয়ে দিল কোনও ম্যাচ শেষ হওয়ার আগে শেষ হয়ে যায় না।’’ সুপার ওভারে ভারতের সিরিজ জয় দেখার পরে উচ্ছ্বসিত অমিতাভ বচ্চনও। তিনি টুইট করেছেন, ‘‘সুপার ওভারে টি-টোয়েন্টি ম্যাচে দুরন্ত জয়। নিউজ়িল্যান্ডের মাটি থেকে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। অভিনন্দন ভারতীয় দল। দু’বলে ১০ রান বাকি ছিল আর রোহিত দুটো ছয় মেরে দিল। অবিশ্বাস্য!’’

বীরেন্দ্র সহবাগের টুইটও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের জয়ের পরে রোহিত শর্মা আর মহম্মদ শামির ছবি পোস্ট করে বীরুর টুইট, ‘‘মনে হচ্ছে, যেন আমিই ভগবান। অসম্ভব একটা কাজকে সম্ভব করে দেখাল রোহিত শর্মা। যেটা ওকে মানায়। কিন্তু ৪ বলে ২ রান করতে হবে, এই অবস্থায় বিপক্ষকে আটকে রাখল শামি। অবিশ্বাস্য একটা পারফরম্যান্স। এই জয় মনে থাকবে।’’

ভারতীয় শিবিরও একটা সময় ধরে নিয়েছিল ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু তাও লড়াই ছাড়েননি কোহালিরা। ভারতের এই হার না মানা মনোভাবে মুগ্ধ নিউজ়িল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইয়ান স্মিথও। টিভি-তে ধারাভাষ্য দিতে গিয়ে তিনি বলেন, ‘‘কোহালিরা বুঝিয়ে দিল, ওরা শেষ বল না হওয়া পর্যন্ত হারতে জানে না।’’

অন্য বিষয়গুলি:

Cricket India New Zealand Navdeep Saini Washington Sundar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy