Advertisement
২২ নভেম্বর ২০২৪
Cricket

‘ধোনিকে অবসরের পথে ঠেলে দেবেন না’

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে শেষ বার খেলেছিলেন ধোনি। তার পরে তাঁর মাঠে ফেরা নিয়ে চলছে নিরন্তর জল্পনা।

ধোনির ভবিষ্যৎ নিয়ে চলছে জল্পনা। —ফাইল চিত্র।

ধোনির ভবিষ্যৎ নিয়ে চলছে জল্পনা। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২০ ১৬:৫২
Share: Save:

আইপিএল নিয়ে প্রশ্ন রয়েছে। মেগা টুর্নামেন্ট না হলে মহেন্দ্র সিংহ ধোনিও হয়তো অবসর নিয়ে নেবেন।

ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে এমনই সব জল্পনা চলছে দেশের ক্রিকেটমহলে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন অবশ্য ভারতের বিশ্বজয়ী অধিনায়কের পাশে দাঁড়িয়ে বলছেন, ‘‘ধোনি যদি অবসরই নিয়ে ফেলে, তা হলে তো ওকে আর ফেরানো সম্ভবই নয়। ধোনিকে দ্রুত অবসরের দিকে ঠেলে দেওয়া উচিত নয়। কী মানসিক অবস্থায় রয়েছে, তা একমাত্র জানে ধোনিই। তবে দলে নেওয়া বা না-নেওয়া তো পুরোটাই নির্বাচকদের ব্যাপার।’’

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে শেষ বার খেলেছিলেন ধোনি। তার পরে তাঁর মাঠে ফেরা নিয়ে চলছে নিরন্তর জল্পনা। সব ঠিকঠাক থাকলে আইপিএল-এই হয়তো ফিরতেন ধোনি।

আরও পড়ুন: দলে এক ভারতীয়, পাঁচ পাকিস্তানি! আফ্রিদির বাছা সেরা দল নিয়ে বিতর্ক তুঙ্গে

কিন্তু করোনাভাইরাসের জেরে এখন মেগা টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েই উঠে গিয়েছে প্রশ্ন। নাসের হুসেন বলছেন, ‘‘জাতীয় দলে কি এখনও ফিরতে পারে ধোনি? আমি যতটুকু ধোনিকে দেখেছি, তাতে মনে হচ্ছে ভারতীয় ক্রিকেটকে এখনও অনেক কিছু দেওয়ার রয়েছে ধোনির।’’

আরও পড়ুন: দলবদলে বড় চমক, ইস্টবেঙ্গলে আসছেন বলবন্ত

গত বিশ্বকাপে ধোনিকে নিয়ে কম সমালোচনা হয়নি। প্রয়োজনের সময়ে রানের গতি বাড়াতে পারেননি তিনি। হুসেনও ধোনির দুর্বলতা প্রসঙ্গে বলেছেন, ‘‘বিশ্বকাপে একবার-দু’বার ভুলই করেছে ধোনি। রান তাড়া করতে নেমে গতি বাড়াতে পারেনি এমএস। তবে এখনও সেরাটা দেওয়ার ক্ষমতা রয়েছে ধোনির। ফলে যাঁরা ধোনির অবসর নিয়ে নানা কথা বলছেন, তাঁরা সতর্ক থাকুন।’’

অন্য বিষয়গুলি:

Naser Hussain MS Dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy