নরেন্দ্র মোদী, মিলখা সিংহ ও মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চিত্র।
কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিংহ প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে শোক জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক রাজনৈতিক নেতা।
টুইটে মোদী লেখেন, ‘মিলখা সিংহের প্রয়াণে আমরা এক বিশাল ক্রীড়াবিদকে হারালাম, যিনি দেশের স্বপ্নকে ধরতে পেরেছিলেন। অসংখ্য ভারতীয়র হৃদয়ে বিশেষ স্থান অধিকার করেছিলেন তিনি। তাঁর ব্যক্তিত্ব তাঁকে কোটি কোটি মানুষের মনে জায়গা করে দিয়েছিল। তাঁর প্রয়াণে গভীর শোকাহত।’
In the passing away of Shri Milkha Singh Ji, we have lost a colossal sportsperson, who captured the nation’s imagination and had a special place in the hearts of countless Indians. His inspiring personality endeared himself to millions. Anguished by his passing away. pic.twitter.com/h99RNbXI28
— Narendra Modi (@narendramodi) June 18, 2021
আরও একটি টুইটে মোদী লেখেন, ‘কয়েক দিন আগেই মিলখা সিংহের সঙ্গে আমার কথা হয়েছিল। সেটাই যে শেষ কথা হবে জানতাম না। তাঁর জীবনের লড়াই থেকে শক্তি নিক অসংখ্য উঠতি ক্রীড়াবিদ। তাঁর পরিবার ও ভক্তদের আমি সমবেদনা জানাই।’
I had spoken to Shri Milkha Singh Ji just a few days ago. Little did I know that it would be our last conversation. Several budding athletes will derive strength from his life journey. My condolences to his family and many admirers all over the world.
— Narendra Modi (@narendramodi) June 18, 2021
টুইট করেছেন মমতাও। তিনি টুইটে লেখেন, ‘মিলখা সিংহের প্রয়াণে শোকস্তব্ধ। তিনি একজন কিংবদন্তি ক্রীড়াবিদ ছিলেন। তিনি সব সময় আমাদের হৃদয়ে থাকবেন। তাঁর পরিবার, প্রিয়জন ও ভক্তদের সমবেদনা জানাই।’
Saddened to hear about the demise of Shri Milkha Singh Ji. A legendary sportsman, he will be dearly remembered.
— Mamata Banerjee (@MamataOfficial) June 18, 2021
My sincere condolences to his family, loved ones and fans across the world.
টুইট করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি টুইটে লেখেন, ‘ভারতের কিংবদন্তি ক্রীড়াবিদ, উড়ন্ত শিখ, মিলখা সিংহের প্রয়াণে দেশ শোকাহত। বিশ্বের ক্রীড়াজগতে তাঁর অনেক অবদান রয়েছে। তাঁর পরিবারকে আমার সমবেদনা।’
India mourns the sad demise of legendary sprinter Shri Milkha Singh Ji, The Flying Sikh. He has left an indelible mark on world athletics. Nation will always remember him as one of the brightest stars of Indian sports. My deepest condolences to his family and countless followers. pic.twitter.com/HsHMXYHypx
— Amit Shah (@AmitShah) June 18, 2021
দেশের ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু টুইটে লেখেন, ‘আমি প্রতিজ্ঞা করছি আমরা আপনার শেষ ইচ্ছে পূরণ করব। ভারত একজন নক্ষত্রকে হারাল। মিলখা সিংহ আমাদের ছেড়ে গেলেও প্রত্যেক ভারতীয়কে উদ্বুদ্ধ করবেন। তাঁর পরিবারকে আমি সমবেদনা জানাই। আত্মার শান্তি কামনা করছি।’ সঙ্গে মিলখার একটি ভিডিয়ো টুইট করেন তিনি। শোক প্রকাশ করেছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়ও।
मैं आपसे वादा करता हूँ मिल्खा सिंह जी कि हम आपकी अंतिम इच्छा को पूरा करेंगे।
— Kiren Rijiju (@KirenRijiju) June 18, 2021
India has lost it's star. Milkha Singh Ji has left us but he will continue to inspire every Indian to shine for India. My deepest condolences to the family. I pray for his soul to rest in peace pic.twitter.com/mQVRvfozkB
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy