Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
Shakib Al Hasan

চ্যাম্পিয়নের মতোই ফিরে এস বন্ধু, শাকিবের পাশে দাঁড়িয়ে বলছেন মুশফিকুর  

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল শাকিবকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অলরাউন্ডারকে সব রকমের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

শাকিব পাশে পাচ্ছেন সতীর্থদের। —ফাইল চিত্র।

শাকিব পাশে পাচ্ছেন সতীর্থদের। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ ১৪:১২
Share: Save:

একসঙ্গে তিনি আর শাকিব খেলেছেন প্রায় ১৮ বছর। বহু ম্যাচ তাঁরা জিতিয়েছেন বাংলাদেশকে। কঠিন সময়ে বন্ধুর পাশে দাঁড়িয়ে মুশফিকুর রহিম বলছেন, ‘‘চ্যাম্পিয়নের মতো ফিরে এস বন্ধু।’’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল শাকিবকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অলরাউন্ডারকে সব রকমের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও পাশে থাকছে শাকিবের।

বন্ধুর বিপর্যয়ের খবর শোনার পরে টুইট করে মুশফিকুর লিখেছেন, ‘১৮ বছর ধরে শাকিবের সঙ্গে বয়সভিত্তিক এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। ওকে ছাড়া খেলতে হবে এটা ভেবেও খারাপ লাগছে। আশা করি শাকিব চ্যাম্পিয়নের মতোই ফিরে আসবে। আমার সমর্থন সব সময়ে তোমার সঙ্গে রয়েছে। গোটা দেশ তোমার সঙ্গে রয়েছে বন্ধু।’ মুশফিকুরের আবেগপ্রবণ পোস্ট নিমেষে জনপ্রিয় হয়ে যায় সোশ্যাল সাইটে।

ভারত সফরের আগে থেকেই বাংলাদেশ ক্রিকেটে আলোড়ন। শাকিবের নেতৃত্বে ক্রিকেটাররা বিদ্রোহ করে বসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসে বোর্ড। আলোচনার মাধ্যমে বরফ গলে। ভারত সফরের জন্য প্রস্তুতি শুরু করেন ক্রিকেটাররা। ব্যতিক্রম শাকিব। তিনি অনুশীলনে নামেননি। অনুশীলনে না নামায় শাকিবকে নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে।

আরও পড়ুন: পিচে ঘাস আর রোদ থাকলে এই বল খেলা কঠিন, বলছেন গোলাপি বলে খেলা ভারতের প্রথম ব্যাটসমান

এর মধ্যেই খবর ছড়ায় বুকিদের কাছ থেকে প্রস্তাব পেয়েও তিনি তা জানাননি আইসিসি-কে। মঙ্গলবার বিকেলেই আইসিসি জানিয়ে দেয় ২ বছরের জন্য নিষিদ্ধ করা হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। আইসিসি-র কালো তালিকায় থাকা বুকির কাছ থেকে প্রস্তাব পেয়েও গোটা বিষয়টা গোপন করে যাওয়ায় শাকিবকে নিষিদ্ধ করা হয়। তাঁকে ছাড়াই বাংলাদেশ খেলতে আসছে ভারতে। আসন্ন এই সফর খুবই কঠিন হতে চলেছে বাংলাদেশ ক্রিকেটের জন্য। শাকিবকে ছাড়াই এই লড়াইটা লড়তে হবে মুশফিকুরকে।

Age level.. international... over 18 years of playing cricket together... very sad to even think about playing without you on the field. Hoping that you comeback soon like a champ. You always have my support, and whole of Bangladesh. Stay strong In Sha Allah 👊🏽👊🏽👊🏽

A post shared by Mushfiqur Rahim (@mushfiqurofficial) on

অন্য বিষয়গুলি:

Mushfiqur Rahim Shakib Al Hasan Cricket Bangladesh Cricketer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy